হেরেই গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ‘এ’ দলের মেয়েদের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও শ্রীলঙ্কান ‘এ’ দলের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছুটা অস্বস্তিও যেন যোগ করছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপট দেখানোর সুযোগ ছিল, সেভাবে পারফরম করতে পারেননি তাঁরা। তৃতীয় টি-টোয়েন্টিতেও কোনোরকম জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা।

থুর্স্টানে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী অধিনায়ক নাহিদা আক্তার। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে সাথিয়া সন্দীপানি ও পিউমি ওতাসালাদের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জ্যোতি, সাথী রাণী ও নিয়মিত অধিনায়ক রাবেয়া খানকে চতুর্থ টি-টোয়েন্টি থেকে দেওয়া হয় বিশ্রাম। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ ওভারে ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও তাজ নেহার বিপর্যয় সামলানো চেষ্টা করেন। শামীমা আউট হলে ৩৫ রানে ভেঙে যায় তাঁদের জুটি।

৪১ বলে ৩৮ রান আসে শামীমার ব্যাট থেকে। তারপর ফেরেন নেহারও (১৫)। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। ১৯ বলে ২৮ রান করে তারুনা সেহানির বলে ফেরেন স্বর্ণা। এ ছাড়া বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।

বল আগেই থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের মেয়েদের ইনিংস। শ্রীলঙ্কার চেতনা ভিমুক্তি, নিমেশা মাদুশানি, সেহানি ডেওমি ভিহাঙ্গি দুটি করে উইকেট নিয়েছেন।

তার আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। পরের তিন ব্যাটার খেলেছেন দুর্দান্ত। সাথিয়া ৩৩ বলে ৪৬, পিউমি ২৯ বলে ২৯ ও মালশা সেহানি ১৪ বলে ২১ রান করেছেন। তাঁদের ব্যাটে চড়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আক্তার ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত