ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার।
পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা।
৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার।
পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা।
৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।
২০২৩ সালের ১৯ নভেম্বর তারিখটি ভারত চাইলেও ভুলতে পারবেন না। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ১৬ মাস পর আজ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচটি ভারতের কাছে তাই প্রতিশোধের ম্যাচ।
১৮ মিনিট আগেসেপ্টেম্বরে এশিয়া কাপ ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে সেই দায়িত্ব এখন আগা সালমানের কাঁধে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন শাদাব খান।
১ ঘণ্টা আগেদুবাইয়ে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব। এই ম্যাচে ভারতের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন।
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বের খেলা শুরু আজ। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আর আগামীকাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়ল প্রোটিয়াদের।
৩ ঘণ্টা আগে