Ajker Patrika

লঙ্কান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন সাকিব–লিটনদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লঙ্কান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন সাকিব–লিটনদের

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় পর্বে খেলতে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান। আজ বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সাকিব বাংলাদেশ জাতীয় দলের আরও পাঁচ ক্রিকেটার এলপিএল খেলতে নাম নিবন্ধন করেছেন।

তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ–এই পাঁচ ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটের জন্য নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশের ছয় ক্রিকেটার ছাড়াও অস্ট্রেলিয়ার তিন, ওয়েস্ট ইন্ডিজের সাত, পাকিস্তানের আট, দক্ষিণ আফ্রিকার আট ও আফগানিস্তানের নয় ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন।

লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সহসভাপতি রাভিন বিক্রমারত্নে বলেছেন, ‘গতবারের এলপিএলের সফল আয়োজনই আরও অনেক ক্রিকেটারকে এই দেশে এলপিএল খেলতে অনুপ্রাণিত করছে। লঙ্কান ক্রিকেট ও লিগের জন্য এটা ইতিবাচক দিক।’ 

৩০ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত হবে লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। সাকিব–লিটনরা যদি দল পায়, তবু পুরো এলপিএল খেলা নিয়ে সংশয় রয়েছে তাঁদের। এ সময় ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আছে। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত