ক্রীড়া ডেস্ক
টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে আফগানিস্তান। এর মধ্যে তৃতীয় ওয়ানডের আগে আজ হঠাৎ খবর, দল ছাড়ছেন রশিদ খান। এবারের পিএসএলের ফাইনালে উঠেছে তাঁর দল লাহোর কালান্দার্স। আগামীকাল মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে দলটি। ফাইনাল খেলতে রশিদের পাকিস্তান যাওয়ার কথা জানায় পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম।
যদিও বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই তারকা লেগ স্পিনার। জাতীয় দলের দায়িত্বকে নিজের প্রথম অগ্রাধিকার জানিয়ে তিনি বলেছেন, ‘জাতীয় দায়িত্বের জন্য আমি ফাইনালের অংশ হতে পারছি না। জাতীয় দলের হয়ে খেলা সব সময় আমার প্রথম অগ্রাধিকার। আমি আমার অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং সামিন রানার (লাহোর কালান্দার্সের টিম ম্যানেজার) জন্য শুভকামনা জানাচ্ছি।’
ফাইনালে খেলতে পারার বিষয়টি দারুণ হতো জানিয়ে রশিদ আরও বলেছেন, ‘ফাইনালে লাহোর কালান্দার্সের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার হতো।’ পিএসএল থেকেই জাতীয় দলের হয়ে খেলতে বাংলাদেশে আসেন রশিদ। বিদায়বেলায় সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ নিয়ে বাংলাদেশ আসেন ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ১৩ উইকেট নেন রশিদ।
টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে আফগানিস্তান। এর মধ্যে তৃতীয় ওয়ানডের আগে আজ হঠাৎ খবর, দল ছাড়ছেন রশিদ খান। এবারের পিএসএলের ফাইনালে উঠেছে তাঁর দল লাহোর কালান্দার্স। আগামীকাল মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে দলটি। ফাইনাল খেলতে রশিদের পাকিস্তান যাওয়ার কথা জানায় পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম।
যদিও বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই তারকা লেগ স্পিনার। জাতীয় দলের দায়িত্বকে নিজের প্রথম অগ্রাধিকার জানিয়ে তিনি বলেছেন, ‘জাতীয় দায়িত্বের জন্য আমি ফাইনালের অংশ হতে পারছি না। জাতীয় দলের হয়ে খেলা সব সময় আমার প্রথম অগ্রাধিকার। আমি আমার অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং সামিন রানার (লাহোর কালান্দার্সের টিম ম্যানেজার) জন্য শুভকামনা জানাচ্ছি।’
ফাইনালে খেলতে পারার বিষয়টি দারুণ হতো জানিয়ে রশিদ আরও বলেছেন, ‘ফাইনালে লাহোর কালান্দার্সের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার হতো।’ পিএসএল থেকেই জাতীয় দলের হয়ে খেলতে বাংলাদেশে আসেন রশিদ। বিদায়বেলায় সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ নিয়ে বাংলাদেশ আসেন ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ১৩ উইকেট নেন রশিদ।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩৯ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৩ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে