‘মাহমুদউল্লাহকে বাংলাদেশ ক্রিকেট অনেক মিস করবে’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১: ৪৮
Thumbnail image

১৭ বছর তো একেবারে কম সময় নয়। চোখের পলকে সময় চলে গেলেও রয়ে যায় কত স্মৃতি। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ১৩৯ টি-টোয়েন্টি। দিল্লিতে গতকাল সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলে আবেগঘন এক মুহূর্তের সৃষ্টি হয়। 

সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে মুনিম শাহরিয়ার, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়ের মতো তরুণদের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে মাহমুদউল্লাহর। ময়মনসিংহের মুনিমের ক্যারিয়ার পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে থেমে থাকলেও ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি (মুনিম) আবেগঘন পোস্ট দিয়েছেন মাহমুদউল্লাহকে নিয়ে। এলাকার বড় ভাই বলেই হয়তো মাহমুদউল্লাহর প্রতি মুনিমের আবেগ বেশি ফুটে উঠেছে, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, আপনাকে বাংলাদেশ ক্রিকেট অনেক মিস করবে। বাংলাদেশের অনেক জয়ের সাক্ষী আপনি।’

মাহমুদউল্লাহর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পেরেছেন বলে মুনিম নিজেকে ভাগ্যবান মনে করছেন। মুনিম বলেন, ‘আমার সৌভাগ্য আপনার অধিনায়কত্বে খেলতে পেরেছি। আপনি আমার শহরের, ময়মনসিংহ জিলা স্কুলের বড় ভাই। সব সময় বড় ভাই হিসেবে পেয়েছি। কষ্টটাও তাই একটু বেশি। দোয়া রইল সব সময়ের জন্য। আমরা গর্বিত আপনার জন্য।’ পোস্টের শেষে মুনিম লাভ ইমোজি ও বাংলাদেশের পতাকা জুড়ে দিয়েছেন।

মাহমুদউল্লাহর অবসর নিয়ে ফেসবুকে রিশাদের পোস্টদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। শেষ তথা তৃতীয় টি-টোয়েন্টি হায়দরাবাদে হবে ১২ অক্টোবর। এ দুই ম্যাচের পর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি আর খেলবেন না মাহমুদউল্লাহ। ভারতে তাঁর (মাহমুদউল্লাহ) সফরসঙ্গী মেহেদী হাসান মিরাজ দিয়েছেন আবেগঘন পোস্ট।

মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাইয়ের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অসাধারণ যাত্রার জন্য ধন্যবাদ। আমাদের দেশকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন।’ 

ভারত সফরে থাকা রিশাদ হোসেনও ফেসবুকে পোস্ট দিয়েছেন মাহমুদউল্লাহকে নিয়ে। মাহমুদউল্লাহর সঙ্গে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে রিশাদ লিখেছেন, ‘একটা যুগের শেষ। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই সাইলেন্ট কিলার এবং সত্যিকারের ভদ্রলোক। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আপনার দোয়া ও নেতৃত্ব আমাদের সব সময় অনুপ্রাণিত করবে। ধন্যবাদ রিয়াদ ভাই।’

সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার পর মাহমুদউল্লাহ ফেসবুকেও পোস্ট দিয়েছেনদিল্লিতে গতকাল সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার সময় মাহমুদউল্লাহর চোখ ছলছল করতে দেখা গেছে। সেই আবেগ সামলে হাসিমুখে কত কথাই তো বলেছেন। সংবাদ সম্মেলনের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে আমার প্রতিটি মুহূর্ত ছিল অনেক সম্মান ও গৌরবের। আমি কৃতজ্ঞতা জানাই বিসিবি ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে, আমার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের, সতীর্থদের এবং বিশেষ করে আমার পরিবারের সদস্যদের প্রতি।’

২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১৩৯ টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ১১৭.৭৪ স্ট্রাইকরেটে করেছেন ২৩৯৫ রান। ৮ ফিফটি করেছেন। নিদহাস ট্রফিতে ইসুরু উদানাকে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে নিদহাস ট্রফির ফাইনালে তুলেছিলেন তিনি।  কলম্বোর প্রেমাদাসায় ১৮ বলে ৪৩ রানের ইনিংস খেলার পর তাঁর সেই উচ্ছ্বাস দেখার মতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত