ঠান্ডা মাথার মিরাজের ওপর বেশি ভরসা করছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২০: ৫৩
Thumbnail image
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে ১৫ বছর পর টেস্ট জিতল বাংলাদেশ। ছবি: বিসিবি

ওয়ানডেতে এর আগে অধিনায়কত্ব করলেও টেস্টে বাংলাদেশকে এই প্রথমই নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অধিনায়কত্বের শুরুতেই করলেন বাজিমাত। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ ১৫ বছর পর টেস্ট জিতল বাংলাদেশ। মিরাজের নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

জ্যামাইকায় গতকাল পরন্ত বিকেলে বাংলাদেশ যখন সিরিজের দ্বিতীয় টেস্ট ১০১ রানে জিতল, সুদূর বাংলাদেশে তখন মধ্যরাত। অসাধারণ এই জয়ের পর প্রশংসায় ভাসছেন মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬ রান করেছেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।

ফিল্ডিংয়েও দুর্দান্ত ক্যাচ ধরেছেন। ম্যাচের পরিস্থিতি বুঝে বোলারদের কাজে লাগিয়েছেন। তাইজুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদরা অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন।

অ্যান্টিগায় প্রথম টেস্টে হারের পর যখন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ে ভরাডুবি হলো (১৬৪ রানে অলআউট), মিরাজ সেটা বুঝতে দেননি। দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ নিয়েছে ১৮ রানের লিড। লো স্কোরিং ম্যাচে এমন কিছুই তো দলকে উজ্জীবিত করে। শেষ পর্যন্ত বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। মিরাজে মুগ্ধ বিসিবি পরিচালক ফাহিম আজ বিসিবির মিডিয়া ভবনে গণমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় খুব ভালো ভূমিকা রেখেছে মিরাজ। বোলিং পরিবর্তনে সময় অনেক সময় দেখেছি হঠাৎ করেই বোলিং পরিবর্তন হয়েছে। জুটিও ভেঙেছে। আমার মনে হয় চাপে থাকলেও সেটা সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি নেতিবাচক ভূমিকা রাখেনি। ইতিবাচক দেখেছি মিরাজকে। চাপের মধ্যেও ইতিবাচক দেখেছি। দলকে চাঙা রাখতে পেরেছে। যেটা খুব গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে মনে হতে পারে জুটি হয়ে যাচ্ছে, হাল ছেড়ে দেওয়ার ব্যাপার। ওরা একটু মেরে খেলতে পারছে কতগুলো রান হয়ে গেল। এসব ব্যাপারে খুব চাপে পড়েছি তা নয়।’

নিজের ব্যাটিং অর্ডারও পরিবর্তন করেছেন মিরাজ। ছয়-সাত নম্বরে ব্যাটিং করা মিরাজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে উঠে এলেন চার নম্বরে। ৩৯ বলে করেছেন ৪২ রান। তৃতীয় উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৭৪ বলে ৭০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিরাজ। সাদমান-মিরাজ মিলে একের পর এক চার মেরে ওয়েস্ট ইন্ডিজকে এলোমেলো করে দিচ্ছিলেন। মিরাজের নেতৃত্বের প্রশংসা করে ফাহিম বলেন, ‘ইতিবাচকভাবেই সিদ্ধান্তগুলো নিয়েছে এবং ঠিক সে কারণেই হয়তো বিপক্ষ দলকে চাপে ফেলে উইকেট নিতে পেরেছে। সব মিলিয়ে আমার মনে হয় খুব ভালো অধিনায়কত্ব দেখেছি মিরাজের কাছ থেকে। খুব ভালো সারা পেয়েছে সবার কাছ থেকে এবং পুরো দলকে মনে হয়েছে তারা জেতার জন্য মরিয়া হয়ে খেলছে। অবশ্যই অধিনায়কত্বের কৃতিত্ব আছে। টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব আছে। খুব দারুণ।’

নাজমুল হোসেন শান্ত না থাকায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরু মিরাজের। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের কাঁধে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্বের গুরুদায়িত্ব। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত