সকালে বাংলাদেশের প্রাপ্তি নাঈম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২২, ১৩: ১৬
আপডেট : ১৫ মে ২০২২, ১৩: ৫৭

মেহেদী হাসান মিরাজের চোটে ১৫ মাস পর টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন নাঈম হাসান। সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছেন এই ‘লোকাল বয়’। প্রথম সেশনেই নিয়েছেন ২ উইকেট। শরীফুল ইসলামের অসফল রিভিউটা বাদ দিলে এই সেশনটা পুরোপুরি বাংলাদেশেরই হতে পারত। 

শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা দিমুথ করুণারত্নে। তবে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। ইনিংসের সপ্তম ওভারে নিজের করা প্রথম ওভারে ওপেনার করুণারত্নেকে (৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাঈম হাসান। 

দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিসকে নিয়ে হাল ধরেন ওপেনার ওশাদা ফার্নান্দো। এই জুটি বেশ জমে গিয়েছিল। শেষ পর্যন্ত ওশাদাকে আউট করে ৪৩ রানের এই জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেন নাঈমই। ৭৬ বলে ৩৬ রান করে ফেরেন ওশাদা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১০২ রান। কুশাল মেন্ডিস ৩৮ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৮ রানে উইকেটে আছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত