‘আফগানদের কাছে এক ম্যাচ হারেই বাংলাদেশের সব শেষ হয়নি’

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৬: ২২
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি: এসিবি

আফগানিস্তানের সঙ্গে জিততেই তো ভুলে গেছে বাংলাদেশ। ভেন্যু বদলায়, সংস্করণ বদলায় কিন্তু ফলটা থেকে যায় একই। শারজায় পরশু রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ তাতে খুব একটা বিচলিত নন।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েই সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। প্রায় পাঁচ মাস পর ওয়ানডে সংস্করণে মুখোমুখি হলেও চিত্রটার পরিবর্তন হয়নি। শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। একই মাঠে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে হারলেই এক ম্যাচ আগে সিরিজ হেরে বসবে বাংলাদেশ।

সিরিজ হারের শঙ্কা যখন কাজ করছে বাংলাদেশের, এমন পরিস্থিতিতে আজ শারজায় বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মিরাজ বলেন। ‘আফগান-জুজু’তেই বাংলাদেশ ভড়কে যাচ্ছে কি না, এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আপনি দেখুন আফগানদের সঙ্গে আমরা আগেও অনেক জিতেছি। ওয়ানডেতেও জিতেছি। বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল। দেশের মাঠে টি-টোয়েন্টি জিতেছি। দেশের মাঠে সিরিজ জিতেছি। তাই এটা এমন নয় যে আমরা একটা ম্যাচ হেরেছি মানে আমাদের সব অর্জন চলে গিয়েছে।’

২৩৬ রানের লক্ষ্যে নেমে ২৬.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান ছিল বাংলাদেশের। দুই সেট ব্যাটার শান্ত ও মিরাজ তখনো ছিলেন উইকেটে। এমন পরিস্থিতিতে শান্তর বিদায়ে তৃতীয় উইকেটে তাঁদের (শান্ত-মিরাজ) ৫৫ রানের জুটি ভেঙে যায়। এখান থেকেই হুড়মুড়িয়ে ভেঙে পরে বাংলাদেশ। ৩৪.৩ ওভারে ১৪৩ রানেই শেষ নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। দায়টা তাই নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন মিরাজ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো মানের। আপনি কখনোই কোনো দলকে ছোট বলতে পারবেন না। আমরা একটা ম্যাচ খারাপ খেলে হেরে গিয়েছি। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম উইকেটটা আমাদের সঙ্গে তেমনটা আচরণ করেনি। আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা সেট ব্যাটার ছিলাম। আমাদের শেষ করা উচিত ছিল।’

অসুস্থ থাকায় লিটন দাস জায়গা পাননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। মুশফিকুর রহিম প্রথম ওয়ানডে খেলার পর সিরিজ থেকেই ছিটকে গেলেন। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারের সংকটে ভুগছে বাংলাদেশ। জাকির হাসান, জাকের আলী অনিক দুই উইকেটরক্ষক ব্যাটার রয়েছেন ঠিকই। তবে তেমন একটা অভিজ্ঞ নন তারা। জাকির খেলেছেন এক ওয়ানডে। জাকেরের তো ওয়ানডেতে অভিষেকই হয়নি।

দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের একাদশে সম্ভাব্য পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে মিরাজ উল্লেখ করেছেন লিটন ও জাকেরের কথা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘দলের সমন্বয় দেখেন। আমাদের যে অনেক বিকল্প, সেটাও তেমন নেই। লিটন দাস অসুস্থ। সে থাকলে দলের ভারসাম্যটা ভালো হতো। যেহেতু তেমন সুযোগ নেই, জাকের আলী অনিকের জন্য শুভ কামনা। ওর জন্য ভালো একটা সুযোগ আসছে। সে যদি শতভাগ দিতে পারে। ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো। দেশের জন্য ভালো।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত