নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। খেলোয়াড় থেকে কোচিং স্টাফ—সবার কথায় বিষয়টা পরিষ্কার। তবে সেটা নিয়ে বেশি পড়ে থাকার সময় কই? আগামীকাল ভোর থেকেই যে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হবে। ক্রাইস্টচার্চে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পারফরম্যান্সের গ্রাফ ধরে রাখার সঙ্গে হ্যাগলি ওভালের সবুজ উইকেটও চ্যালেঞ্জের পসরা সাজিয়ে বসে আছে।
তবে কোনো চ্যালেঞ্জের কথা ভাবছেন না আব্দুর রাজ্জাক। দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকা বিসিবির এই নির্বাচক চ্যালেঞ্জ নিতেও চান না, দিতে চান না। নিজেদের সেরা খেলাটা খেলতে চান জানিয়ে রাজ্জাক বলেছেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না, দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে, সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে।’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতলেও সাম্প্রতিক সময়ে টেস্টে খুব একটা ভালো করছে না বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হারতে হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স যে ভালো হয়নি, সেটা বুঝতে পেরেছিলেন খেলোয়াড়েরা। রাজ্জাক বলছেন, ‘পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে আমাদের খুব খারাপ গেছে। খেলোয়াড়েরা ভালোভাবেই বুঝতে পেরেছে পারফরম্যান্স ভালো হয়নি। তাদের বোঝানো হয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। বাকি কাজটা ওরা সুন্দরভাবে করেছে, যার ফলস্বরূপ নিউজিল্যান্ডে এসে টেস্ট জিতেছি।’
এখান থেকে পেছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান রাজ্জাক। দলের সঙ্গে থাকা বিসিবির এই নির্বাচকের কথাই ফুটে উঠল তাসকিন আহমেদের কণ্ঠেও। বাংলাদেশ পেসার বললেন, ‘মানসিকতা ও প্রস্তুতি—সব মিলিয়ে ভালো অবস্থানে আছি আমরা। আমাদের সেরাটা দিয়ে জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সমর্থন দিয়ে যাবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। খেলোয়াড় থেকে কোচিং স্টাফ—সবার কথায় বিষয়টা পরিষ্কার। তবে সেটা নিয়ে বেশি পড়ে থাকার সময় কই? আগামীকাল ভোর থেকেই যে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হবে। ক্রাইস্টচার্চে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পারফরম্যান্সের গ্রাফ ধরে রাখার সঙ্গে হ্যাগলি ওভালের সবুজ উইকেটও চ্যালেঞ্জের পসরা সাজিয়ে বসে আছে।
তবে কোনো চ্যালেঞ্জের কথা ভাবছেন না আব্দুর রাজ্জাক। দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকা বিসিবির এই নির্বাচক চ্যালেঞ্জ নিতেও চান না, দিতে চান না। নিজেদের সেরা খেলাটা খেলতে চান জানিয়ে রাজ্জাক বলেছেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না, দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে, সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে।’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতলেও সাম্প্রতিক সময়ে টেস্টে খুব একটা ভালো করছে না বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হারতে হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স যে ভালো হয়নি, সেটা বুঝতে পেরেছিলেন খেলোয়াড়েরা। রাজ্জাক বলছেন, ‘পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে আমাদের খুব খারাপ গেছে। খেলোয়াড়েরা ভালোভাবেই বুঝতে পেরেছে পারফরম্যান্স ভালো হয়নি। তাদের বোঝানো হয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। বাকি কাজটা ওরা সুন্দরভাবে করেছে, যার ফলস্বরূপ নিউজিল্যান্ডে এসে টেস্ট জিতেছি।’
এখান থেকে পেছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান রাজ্জাক। দলের সঙ্গে থাকা বিসিবির এই নির্বাচকের কথাই ফুটে উঠল তাসকিন আহমেদের কণ্ঠেও। বাংলাদেশ পেসার বললেন, ‘মানসিকতা ও প্রস্তুতি—সব মিলিয়ে ভালো অবস্থানে আছি আমরা। আমাদের সেরাটা দিয়ে জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সমর্থন দিয়ে যাবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৫ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে