‘মোস্তাফিজকে নিয়ে তিনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৫: ৫৮
Thumbnail image

আইপিএল থেকে মোস্তাফিজকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের করা মন্তব্য নিয়ে জোর আলোচনা-সমালোচনা চলছে। গতকাল দেশের স্বনামধন্য কোচ সালাহ উদ্দীনও পাল্টা তোপ দাগলেন জালালের মন্তব্যে। এবার এ প্রসঙ্গে কথা বললেন ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও। 

গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে জালাল বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তাঁর থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’ 

মিরপুরে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সুজন জানিয়েছেন, চেয়ারম্যান হিসেবে জালাল ইউনুস ক্রিকেট পরিচালনা বিভাগের অভিভাবক। উনি যেটা বলেছেন, সেটাই মানতে হবে সুজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ উইকেটে হারায় সুজনের আবাহনী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। উত্তর দেওয়া কঠিন। দেশ তো সবার আগে, সব সময়ই বলি এটা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। তবে পরিস্থিতি কী চায়, তারা (জালাল ইউনুস, আকরাম খান) কীভাবে চিন্তা করেছেন...। আমি এখন জাতীয় দলের সেট-আপে নেই বলতে গেলে। অপারেশনসের ভাইস চেয়ারম্যান থাকলেও, আমি সেভাবে মিটিংগুলোয় যাচ্ছি না—আবাহনীর খেলার কারণে। আমি জানিই না আসলে। আমি এ ব্যাপারে কিছু বলব না।’ 

এরপরই সুজন যোগ করেন, ‘নিশ্চিতভাবেই জালাল ভাই একটা চিন্তা থেকেই এ মন্তব্য করেছেন। আমি মনে করি, চেয়ারম্যান হিসেবে উনি ক্রিকেট অপারেশনসের অভিভাবক। উনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে, ওনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’ 

সুজন আবার ভিন্ন মত পোষণ করে এটাও বলেছেন, একজন খেলোয়াড়ের সবখানেই শেখার আছে, সেটা হোক ডিপিএলে। ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকের একটা দৃশ্য শেখার হতে পারে। সেটা নিয়ে সংশয় নেই। হয়তোবা উনি এটা সেভাবে বোঝাননি। উনি বলেছেন, মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। আর সে তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মোস্তাফিজ। মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তোবা জালাল ভাই ওই অ্যাঙ্গেল থেকেই বলেছেন যে মোস্তাফিজের অভিজ্ঞতা যেটা আছে, ভারতের তরুণ পেসাররা ওর থেকে কাটার বা এ রকম জিনিস শিখতে পারে। উনি কথাটা এটাই বলেছেন।’ 

জালালের মন্তব্যকে নেতিবাচকভাবে নিতে নারাজ সুজন। সুজন বললেন, ‘এটাকে অন্য কিছু মিন করা ঠিক হবে না। দিন শেষে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় রাখতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত, আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে হয়তো সমস্যা হতো না। অনেকে হয়তো বলবে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলছে। কিন্তু আমাদের তো ১০টা মোস্তাফিজ নেই। এটাও চিন্তা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত