Ajker Patrika

রেকর্ড সেঞ্চুরি গড়ে যেখানে অনন্য ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১: ২১
রেকর্ড সেঞ্চুরি গড়ে যেখানে অনন্য ম্যাক্সওয়েল

ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসটি বিশ্বকাপে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসের রেশ এখনো কাটেনি। সেই অতিমানবীয় ইনিংসের রেশ কাটতে না কাটতেই আরেকটি অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ম্যাক্সি। 

গতকাল গৌহাটিতে ৪৮ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। তাঁর এই বিধ্বংসী ইনিংসও নিশ্চিতভাবেই সংক্ষিপ্ত সংস্করণের সেরা পাঁচের মধ্যে থাকবে। যেন দেশে ফেরার আগে মরণ কামড় দিয়েছেন তিনি। আগেই জানা ছিল, তৃতীয় টি-টোয়েন্টি শেষেই দেশে ফিরবেন ভারতের জামাই। আর দেশে ফেরার আগে দুর্দান্ত এক বিনোদনই দিলেন তিনি। 

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিনোদন দেওয়ার জন্য ম্যাক্সওয়েলকে ধন্যবাদ দিয়েছেন রবি শাস্ত্রী। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক কোচ বলেছেন, ‘নিরাপদ ভ্রমণ হোক ম্যাক্সি। বিনোদনের জন্য ধন্যবাদ। অসাধারণ।’ 

শেষ ওভারে দলের জয়ের জন্য ২১ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ভারত আগেই দুই ম্যাচ জেতায় সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। এমন কঠিন সমীকরণের মুখে দলকে নিরাশ করেননি ম্যাক্সওয়েল। শেষ চার বলে ছক্কা ও তিন চার মেরে দলকে জয় এনে দিয়েছেন তিনি। সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চ ও জস ইংলিসের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরিও করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। ৪৭ বলে সেঞ্চুরি করেছেন তাঁরা। 

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে আরেকটি কীর্তিতে ভাগ বসিয়েছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে। এত দিন ৪ সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে ছিলেন রোহিত শর্মা। গতকাল সেঞ্চুরি করে ভারতীয় অধিনায়কের পাশে বসেছেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারেরও সেঞ্চুরির সংখ্যা সমান—৪টি। 

অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ও সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি ভাগাভাগি করলেও একটি জায়গায় অনন্য ম্যাক্সি। আর তা হচ্ছে সফল রান তাড়ায় সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায়। ৩ সেঞ্চুরি করে শীর্ষে তিনি। ২টি করে সেঞ্চুরি নিয়ে তাঁর পরে আছেন পাকিস্তানের বাবর আজম ও আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত