Ajker Patrika

আইপিএলে ওয়ার্নার ষড়যন্ত্রের শিকার! 

ক্রীড়া ডেস্ক
আইপিএলে ওয়ার্নার ষড়যন্ত্রের শিকার! 

অতীতের ভালো কাজগুলোও নাকি কেউ মনে রাখে না। সবাই শুধু বর্তমানটাই দেখে! ডেভিড ওয়ার্নার যেন কথাটার সর্বশেষ দৃষ্টান্ত। 

সানরাইজার্স হায়দরাবাদের জন্য কী করেননি ওয়ার্নার। ২০১৬ সালে দলের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। এখন পর্যন্ত ভারতের তেলাঙ্গানা রাজ্যের ফ্র্যাঞ্চাইজিটির একমাত্র শিরোপা সেটি। একাধিক মৌসুমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। 

কিন্তু চলতি মৌসুমে ওয়ার্নারের ব্যাট না হাসায় শুধু অধিনায়কত্বই কেড়ে নেওয়া হয়নি, ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হচ্ছিল তাঁকে। অনেকটা আক্ষেপ নিয়ে তাই কদিন আগে অস্ট্রেলিয়ার এই মারকুটে ওপেনার জানিয়ে দেন, এ বছর আর আইপিএলে খেলবেন না তিনি। পরশু সাকিব আল হাসানের ফেরার ম্যাচে দর্শক আসনে বসে দলকে সমর্থন করতে দেখা গেছে তাঁকে। 

ওয়ার্নারের এ পরিণতি মানতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। সানরাইজার্সের সেরা ব্যাটারকে বাদ দেওয়ার পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। 

মাঞ্জরেকারের মতে, সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে বাদ দেওয়া হয়েছে ওয়ার্নারকে। ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘ক্রিকেট ছাড়া অন্য কোনো কারণে বাদ পড়েছে ও (ওয়ার্নার)। গত কয়েক বছরে ওর রানের খতিয়ান দেখলে চমকে যেতে হয়। আমার মতে, আইপিএলের অন্যতম সেরা ব্যাটার ও।’ 

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, খুব বেশি দিন ও ছন্দহীন থাকত না। শুধুমাত্র রান না পাওয়ার কারণে ওকে বাদ দেওয়া আমার যুক্তিসংগত মনে হচ্ছে না। কেন এত দ্রুত এ রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জানি না। নিশ্চয়ই একটা গণ্ডগোল হয়েছে।’ 

আইপিএলে প্রথম পর্বে ওয়ার্নারের নেতৃত্বে মাত্র একটি ম্যাচ জিতেছিল হায়দরাবাদ। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করেও অবশ্য তাদের ভাগ্য ফেরেনি। তাঁর নেতৃত্বে তো আরও খারাপ করছে হায়দরাবাদ। উইলিয়ামসন সাত ম্যাচে দলকে জেতাতে পেরেছেন একটিতে। 

মাঞ্জরেকারের প্রশ্ন এখানেই, ‘তাহলে তো উইলিয়ামসনকেও নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত!’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত