Ajker Patrika

শেষ বলের রোমাঞ্চে শেষ হাসি কুমিল্লার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ১২
শেষ বলের রোমাঞ্চে শেষ হাসি কুমিল্লার

৯টা ৪৭ মিনিট 
১ রানের জয়ে কুমিল্লার তিনে তিন  

কুমিল্লা এডিআরএস নিয়েছে। কিন্তু লাভ হলো না ওয়াইডই হয়েছে। শেষ দুই বলে বরিশালের দরকার ৫ রান। ক্যাচ তুললেন তৌহিদ হৃদয়। ফিল্ডার মিস করলেন। নাটকীয় ফাইনাল। শেষ বলের রোমাঞ্চে শিরোপা কুমিল্লার। ফাইনালটা হলো সত্যিকারের ফাইনালের মতোই।  শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে ম্যাচের নায়ক শহিদুল। ১ রানের জয়ে বিপিএলে তৃতীয় শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ানসের।  

৯টা ৩৮ মিনিট 
৪ বলে বরিশালের দরকার ৯ রান

শহিদুল কি পারবেন নায়ক হতে। প্রথম বলে নিজেই দুর্দান্ত ফিল্ডিং করলেন। দ্বিতীয় বলে দিলেন ১ রান। ৪ বলে বরিশালের দরকার ৯ রান।   

৯টা ৩৭ মিনিট 
শেষ ওভারে বরিশালের দরকার ১০ রান

বোলিংয়ে এসে শান্তকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন মোস্তাফিজ। শেষ ওভারে মোস্তাফিজও চেষ্টার কমতি রাখছেন না।  এই ওভারে দিয়েছেন ৬ রান। শেষ ওভারে বরিশালের দরকার ১০ রান

৯টা ৩০ মিনিট 
খেলা ঘুরিয়ে দিচ্ছেন নারাইন 

গেইলের পর ব্রাভোকেও ফেরালেন নারাইন। ব্যাটিংয়ের  পর বল হাতেও নারাইন চমক দেখাচ্ছেন। ওভারের প্রথম বলেই ব্রাভোকে ফেরালেন এলবিডব্লুর ফাঁদে ফেলে। নারাইন নিজের শেষ ওভারে বোলিংয়ে এসে চাপ বাড়ালেন বরিশালের। ফিল্ডাররাও নিজেদের নিঙরে দিচ্ছেন। ধারাভাষ্যকারও অভিভূত নারাইনের বোলিংয়ে। এই ওভারে ২ রান দিয়ে ১ উইকেট নিলেন নারাইন। ১২ বলে বরিশালের দরকার ১৬ রান।   

৯টা ২২মিনিট 
আরিফুলের সরাসরি থ্রোতে রান আউট সোহান

শেষ ৪ ওভারে বরিশালের দরকার ২৭ রান। কুমিল্লার দরকার ৬ উইকেট। উইকেটে আছেন সোহান আর শান্ত। ১৭তম ওভারে বোলিংয়ে এসেছেন শহিদুল। ছক্কা মেরে চাপ কমালেন শান্ত। পরের বলে রান আউটে কাটা পড়লেন সোহান। হতাশ সোহান আকাশের দিকে ব্যাট ছুঁড়ে মারলেন।    

৯টা ৯মিনিট 
মোস্তাফিজের দুর্দান্ত ক্যাচে ফিরলেন সাকিব 

কাভার দিয়ে মোস্তাফিজকে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছেন সাকিব। ১৪ ওভার শেষে জয়ের পথে বরিশাল। পরের ওভারে তানভিরকে কাট খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিলেন মোস্তাফিজের হাতে। মোস্তাফিজ ক্যাচ নিয়ে দ্বিধায় থাকায়  আম্পায়াররা অবশ্য শুরুতে নট আউটের সফট সিগনাল দিয়েছিলেন। কিন্তু থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট। ১৫ ওভার শেষে বরিশালের রান ৪ উইকেটে ১১৮। 

৮টা ৫৫মিনিট 
ঝড়ের ইঙ্গিত দিয়ে থামলেন গেইল 

এক ক্যারিবীয় ফেরালেন আরেক ক্যারিবীয়কে। নারাইনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়লেন গেইল।  এবারও রিভিউ নিয়েছিল কুমিল্লা। কিন্তু এবার আর সিদ্ধান্ত বদলায়নি ৩১ বলে ৩৩ রান করে ফিরলেন গেইল।  

৮টা ৫২মিনিট 
তানভিরকেও উড়িয়ে মারলেন গেইল

সৈকত ফেরার পর খোলস থেকে বের হলেন গেইল। মিড উইকেট ও লং অনের মাঝ দিয়ে এবার তানভিরকেও উড়িয়ে মারলেন। ১২তম ওভারে তানভিরকে ১ ছয়, এক চার মেরে প্রয়োজনীয় রান আর বল  সমান করে ফেললেন গেইল। ২০ বলে ১৪ রান থেকে এখন গেইলের রান ২৮ বলে ৩৩। ১২ ওভার শেষে বরিশালের রান ২ উইকেটে ১০২ ।  

৮টা ৪৭মিনিট 
খোলস থেকে বের হলেন গেইল 

অবশেষে ঘুম ভাঙল গেইলের। ১১তম ওভারে এসে প্রথম বাউন্ডারি মারলেন । উদ্বোধনী ব্যাটার হিসেবে উইকেটে এসে একটি বাইন্ডারি মারতে ১০ ওভার পর্যন্ত অপেক্ষা করলেন টি-টোয়েন্টির দ্য উইনিভার্স বস। গেইলের এমন ব্যাটিংই বলে দিচ্ছে শেষের গান শুরু করেছেন এই ‘জ্যামাইকান বিগ ম্যান।’

৮টা ৪০মিনিট 
সৈকতের ঝড় থামাল

তানভিরকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন সৈকত। আউট হওয়ার আগে ৩৪ বলে করেছেন ৫৮। তবু ম্যাচের নিয়ন্ত্রণ এখন বরিশালের। উইকেটে এসেছেন  সোহান। জয়ের জন্য ৬০ বলে বরিশালের দরকার ৭১। 

৮টা ৩১মিনিট 
গেইল দর্শক, খেলছেন সৈকত

বরিশালের  ইনিংসে এখন পর্যন্ত ১১ চার ও এক ছক্কার মার দেখা গেছে। এই সবগুলো বাউন্ডারি-ওভার বাউন্ডারি এসেছে সৈকতের ব্যাট থেকে। নন স্ট্রাইকে গেইলকে স্রেফ দর্শক বানিয়ে কুমিল্লার বোলারদের তুলোধুনো করছেন ব্যাটার। গেইল যেন সতীর্থের ব্যাটিং উপভোগ করছেন আর এক রান নিয়ে স্ট্রাইক দিচ্ছেন। ৩০ গজে পর্যাপ্ত ফিল্ডার না থাকায় নো বল দিলেন আম্পায়ার। ৮ ওভার শেষে বরিশালের রান  ১ উইকেটে ৬৯। 

৮টা ২৬ মিনিট 
সৈকতের ফিফটি

২৬ বলে ফিফটি তুলে নিলেন সৈকত। রনির ওভারের শেষ ৩ বলে ৩ চার মেরেছেন বরিশালের ২৮ বছর বয়সী এই ব্যাটার। ফাইনালের আগে মাত্র ৩ ম্যাচে সুযোগ পাওয়া ক্রিকেটার জ্বলে উঠলেন ফাইনালের মঞ্চে। সৈকতের ঝড়ে ৭ ওভার শেষে বরিশালের সংগ্রহ ১ উইকেটে ৬৫ রান। 

৮টা ১৬ মিনিট 
দর্শক গেইল! 

নিজের দ্বিতীয় ওভারে ২ রান দিলেন নারাইন। ভালো ফিল্ডিং হয়েছে এই ওভারে। আরেক প্রান্ত থেকেও এবার স্পিনার। গেইলকে দর্শক বানিয়ে খেলছেন শুধু সৈকত।  টানা দুই বলে ৪,৬ মেরে ইনিংস ফিফটি পূর্ণ করলেন। পাওয়ার প্লে শেষে বরিশালের রান ১ উইকেটে ৫১। এর মধ্যে ৪২ রানই সৈকতের, গেইলের রান ৭ বলে ৪।    

৮টা ৯ মিনিট 
ইনিংসের সবগুলো চারই সৈকতের 

তৃতীয় ওভারে বোলিংয়ে এলেন ব্যাটিংয়ে আলো ছড়ানো নারাইন। নিজের প্রথম ওভারে দিলেন ৬ রান। পরের ওভারে আবারও মোস্তাফিজ। দ্বিতীয় বলেই সীমানা ছাড়া করলেন সৈকত। পরে আরও দুটি চার মারলেন।  সৈকতের ব্যাটে আসছে বল। ইনিংসের সবগুলো চারই মেরেছেন এই টপ অর্ডার। মোস্তাফিজের এই ওভারে  ১৪ রানই এসেছে  সৈকতের ব্যাট থেকে। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ৩৭।  

৭টা ৫৭ মিনিট 
৩ বলে ৩ চার

কুমিল্লার হয়ে দুই ক্যারিবীয় সুনীল নারাইন আর ডোয়াইন ব্রাভো আলো ছড়িয়েছেন। এবার পুরো বিপিএলে নিষ্প্রভ হয়ে থাকা ক্রিস গেইলের পালা। এদিকে শেষ ৩ বলে ৩ চার মারলেন সৈকত। গেইলের সংগ্রহ ১ বলে ১। ২ ওভার শেষে বরিশালের রান ১ উইকেটে ১৭। 

৭টা ৫৩ মিনিট 
দ্বিতীয় ওভারে  শহিদুলের ধাক্কা 

 ভালো শুরু মোস্তাফিজের তবে প্রথম ওভারে দিলেন ৪ ওয়াইড। দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে  শহিদুল এসে ফেরালেন মুনিম শাহরিয়ারকে।  উইকেটে এসেছেন সৈকত আলী।  

৭টা ৩১ মিনিট 
২ রানে ৩ উইকেটের ওভার

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়ল মঈন। আউট হওয়ার আগে ৩২ বলে ৩৮ রান করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। ফিরলেন রনিও। বোলিং করে নিজেই ক্যাচ নিলেন শফিকুল। এবার শহিদুলকে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেন। কিন্তু ব্যাটেই লাগাতে পারলেন না তানভির ইসলাম। শেষ ওভারে  ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বরিশালের এই পেসার। ৪ ওভারে ৩১ রান খরচায়  শফিকুলের শিকার  ২ উইকেট।

শেষ পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৯ উইকেটে ১৫১ রান। প্রথম শিরোপা জিততে বরিশালের দরকার ১৫২ রান।  শেষ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তুলতে পেরেছে কুমিল্লা।

৭টা ২১ মিনিট 
ডেথ ওভারে দুর্দান্ত ব্রাভো

মঈন-রনির সপ্তম উইকেট জুটি পঞ্চাশ পেরোল। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করলেন ব্রাভো। ১৯তম ওভারে দিলেন ৭ রান। ৪ ওভারে ২৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি। ১৯ ওভার শেষে কুমিল্লার রান ১৪৮। 

৭টা ১৫ মিনিট 
দুই ছয়ের ওভার 

পাওয়ার শেষ ওভারের পর ১৮তম ওভারে এসে ছক্কা এল। রানার লেংথ বলে পুল করে সীমানা ছাড়া করলেন মঈন। ওভারের শেষ বলয়ে এবার ছক্কা মারলেন রনিও। এই ওভারে এসেছে ১৫ রান। ১৮ ওভার শেষে কমিল্লার রান ৬ উইকেটে ১৪১। 

৬টা ৫৩ মিনিট 
দলকে ভালো স্কোর এনে দিতে লড়ছেন মঈন

শেষ ২৬ বলে ১ উইকেট হারিয়ে কুমিল্লা যোগ করেছে ১৮ রান। ১৫তম ওভারে নারাইনকে ফেরানো মেহেদী হাসান রানা বোলিংয়ে এসেছেন। উইকেটে থাকা মঈন আলী ও আবু হায়দার রনি খেলছেন দেখেশুনে। ১৫ ওভার শেষে কুমিল্লার রান ৬ উইইকেটে ১১৪। রনির সংগ্রহ ১৫ বলে ১০ আর মঈনের রান ১৮ বলে ১৪। 

৬টা ৩২ মিনিট 
আবারও মুজিবের আঘাত 

নিজের শেষ ওভারে এসে মুজিব তুলে নিলেন আরিফুল হককে। কুমিল্লার ষষ্ঠ উইকেটের পতন। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে আছেন মঈন। ১১ ওভার শেষে কুমিল্লার রান ৬ উইকেটে ৯৬। এরমধ্যে ৫৭ রানই এসেছে নারাইনের ব্যাট থেকে। শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি কুমিল্লার টপ অর্ডার মিডল অর্ডাররা। মুজিব-ব্রাভোদের দারুণ বোলিংয়ে উল্টো চাপে পড়েছে বিপিএলে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।  

৬টা ২৭ মিনিট 
৫ উইকেট হারিয়ে চাপে কুমিল্লা 

চাপ সামলাতে ব্যর্থ পারলেন না ইমরুল কায়েস । ব্রাভোর বাউন্সার পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন কুমিল্লার অধিনায়ক। ব্রাভোর উদযাপনটা হলো দেখার মতো। পাখির মতো ডানা মেলে উড়তে চাইলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ১২ বলে ১২ রান করে ফিরলেন ইমরুল।

বিপিএলের ফাইনাল দেখতে মিরপুরে ক্রিকেটপ্রেমীদের ঢল।

৬টা ১৭ মিনিট 
ডু প্লেসিকে ফেরালেন মুজিব 

১ ওভার পর বরিশালকে আবারও সাফল্য এনে দিলেন মুজিব। নিজের বলে ডু প্লেসির ক্যাচ নিলেন আফগান স্পিনার। শেষ ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে কুমিল্লা। উইকেটে এসেছেন মঈন আলী। ৩ ওভারে ২৬ রান খরচায় মুজিবের শিকার ১ উইকেট। ৯ ওভার শেষে কুমিল্লার রান ৪ উইকেটে ৮৬। 

৬টা ১০ মিনিট 
ব্রাভোর ম্যাজিকাল থ্রোতে রান আউট জয়

ডোয়াইন ব্রাভোর দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউটে কাটা পড়লেন জয়। ৭ বলে ৮ রান করে ফিরলেন কুমিল্লার এই টপ অর্ডার ব্যাটার। পয়েন্টে ঠেলে দিয়ে ১ রান নিতে দৌড় শুরু করেছিলেন জয়। কিন্তু ব্রাভো পয়েন্টে দাঁড়িয়ে দক্ষতার সঙ্গে বল গ্রিপে নিয়ে ফেরত পাঠান উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের কাছে। জয় সিদ্ধান্ত বদলে ফিরে আসতে আসতে সেকেন্ডের ভগ্নাংশ সময়ে উইকেট ভেঙে দেন সোহান। এই ওভারে মুজিব দিয়েছেন ৫ রান।  

৫টা ৫৭ মিনিট 
থামল নারাইন ঝড়

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসেছেন মেহেদী হাসান রানা। ওভারের দ্বিতীয় বলে থামালেন নারাইন ঝড়। তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিলেন নারাইন। উইকেটে এসেছেন নতুন ব্যাটার ফাফ ডু প্লেসি। পাওয়ার প্লে শেষে কুমিল্লার রান ২ উইকেটে ৭৩। 

৫টা ৫৩ মিনিট 
এবার ২১ বলে নারাইনের ফিফটি 

এবার সাকিবকেও ছাড় দিলেন না নারাইন। ২১ বলে ফিফটি তুলে নিলেন। সাকিবের দ্বিতীয় ওভারে এসেছে ১৬ রান। ৫ ওভার শেষে কুমিল্লার রান ১ উইকেটে ৬২। 

২১ বলে ফিফটির পর ব্যাট দেখাচ্ছেন সুনীল নারাইন

৫টা ৪৫ মিনিট 
বোলিংয়ে এসেই সাকিবের ঝলক

তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাকিব ঝলক। লিটনের স্টাম্প উপড়ে ফেললেন বরিশাল অধিনায়ক। ব্যাট-প্যাডের ফাঁক গলে সরাসরি স্টাম্পে আঘাত হানে বল। ৬ বলে ৪ রান করে ফিরলেন লিটন। ৩ ওভার শেষে কুমিল্লার রান ১ উইকেটে ৪০। ৪ রান খরচায় ব্রেক থ্রু দিয়ে ঝড় কিছুটা থামালেন সাকিব। 

বোলিংয়ে এসেই লিটন দাসকে বোল্ড করেছেন সাকিব আল হাসান

৫টা ৩৯ মিনিট 
১৮ রানের ওভার 

দ্বিতীয় ওভারে শফিকুলের ওপরেও চড়াও হয়েছেন নারাইন। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছয়ে শফিকুলকে স্বাগত জানালেন। শেষ বলে আবারও ছক্কা। এই ওভারেও তুললেন ১৮। দলীয় রান ৩৬ আর নারাইনের সংগ্রহ ৩৩। 

কার হাতে উঠবে এই শিরোপা

৫টা ৩৩ মিনিট 
শুরুতেই নারাইন-ঝড় 

বরিশালের শুরুটা স্পিন দিয়ে। প্রথম ওভারে এসেছেন মুজিব উর রহমান। দ্বিতীয় বলে ১ রান নিয়ে ইনিংসের রানের খাতা খুললেন সুনীল নারাইন। এই ক্যারিবীয় আগের ম্যাচের বিপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। আজকেও শুরুতেই ঝড় তুললেন। ওভারের শেষ তিন বলে দুই ছয় এক চারে তুললেন ১৬ রান। এই ওভার থেকে এল ১৮রান। 

৫টা ২২ মিনিট 
কুমিল্লার ৩ নাকি বরিশালের ১ 

বিপিএলে দুবার সাফল্যের হাসি হেসেছে কুমিল্লা। সেখানে দুবার শিরোপা হাতছোঁয়া দূরত্বে রেখে এসেছে বরিশাল। বরিশাল বার্নার্স ও বরিশাল বুলসের অসমাপ্ত স্বপ্নটা আজ ফরচুন বরিশাল পূরণ করতে পারবে তো? তাঁদের আশা দেখাচ্ছে সাকিবের নেতৃত্বগুণ ও আগুনে ফর্ম। এদিকে দুইবার ফাইনাল খেলে দুবারই শিরোপা জিতেছে কুমিল্লা। আজ তৃতীয় শিরোপা জেতার হাতছানি।

গ্যালারিতে কুমিল্লার দর্শকদের একাংশ

৫টা ১৭ মিনিট 

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: 

ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার  দাস, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।

ফরচুন বরিশাল একাদশ: 

সাকিব আল হাসান (অধিনায়ক) মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান রানা, মুজিব উর রেহমান ও শফিকুল ইসলাম।

টসের সময় দুই অধিনায়ক ইমরুল কায়েস আর সাকিব আল হাসানের চোখাচোখি

৫টা ১৩ মিনিট 
টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

বিপিএলের শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে কুমিল্লা। একাদশে  এক পরিবর্তন এনেছে বরিশাল। জিয়াউর রহমানের জায়গায় ফাইনালে একাদশে ঢুকেছেন সৈকত আলী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত