Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষেই বিরল রেকর্ডটা করলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের বিপক্ষে ৮৪ বলে ৮৩ রান করেন ম্যাথু ব্রিটজকে। ছবি: ক্রিকইনফো
পাকিস্তানের বিপক্ষে ৮৪ বলে ৮৩ রান করেন ম্যাথু ব্রিটজকে। ছবি: ক্রিকইনফো

ওয়ানডেতে এর চেয়ে ভালো শুরু আর কীভাবে করতে পারতেন ম্যাথু ব্রিটজকে! সাদা বলের ক্রিকেটের এই ক্রিকেটে অভিষেকের পর রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আজ বিরল এক রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের এক দল নিউজিল্যান্ড দুই ম্যাচের দুটিতে জিতে ফাইনালে উঠেছে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ তাই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটা অলিখিত সেমিফাইনাল। স্বাগতিকদের বিপক্ষে ৮৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৩ রান করলেন ব্রিটজকে। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে করেছেন ২৩৩ রান। ওয়ানডে সংস্করণের প্রথম দুই ম্যাচে তিনিই প্রথম ব্যাটার হিসেবে ২০০ পেরিয়েছেন। এই তালিকায় ব্রিটজকে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইনসকে। প্রথম দুই ওয়ানডেতে হেইনস করেছিলেন ১৯৫ রান।

লাহোরে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় ব্রিটজকের। সেই ম্যাচে ১৫০ রান করে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটার এখানেও ভেঙেছেন হেইনসের রেকর্ড। ওয়ানডে অভিষেকে হেইনস করেছিলেন ১৪৮ রান। অ্যান্টিগার সেন্ট জোনসে সেদিন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।

ব্রিটজকের রেকর্ডের দিনে আজ পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৩৫২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। তবে কোনো ব্যাটারই সেঞ্চুরি করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন হেইনরিখ ক্লাসেন। ৫৬ বলের ইনিংসে ১১ চার ও ৩ ছক্কা মারেন তিনি। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৮২ রান। টস জিতে তিনিই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ৩৫৩ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান করেছে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত