ক্রীড়া ডেস্ক
পয়েন্ট কাটাকাটির মারপ্যাঁচে জুভেন্টাসের পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায় আগেই। তবু ইউরোপা লিগে খেলার সম্ভাবনা ছিল জুভেন্টাসের। গতকাল ম্যাচ জিতলেও শেষ সুযোগটুকু হাতছাড়া হয়ে যায় তুরিনের বুড়িদের।
গতকাল ছিল ২০২২-২৩ মৌসুমের সিরি আ এর শেষ দিন। শেষ দিনের ম্যাচের আগে ৫৯ পয়েন্ট নিয়ে সাতে ছিল জুভেন্টাস। ৬১ ও ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে ছিল আতালান্তা ও রোমা। পাঁচ ও ছয়ে থাকা দল দুটি খেলতে পারবে পরের মৌসুমের ইউরোপা লিগ। ফেডেরিকো চিয়েসার গোলে জুভেন্টাস ১-০ গোলের জয় পায় উদিনেসের বিপক্ষে। তুরিনের বুড়িদের তখন পয়েন্ট হয়েছে ৬২। আতালান্তা, রোমা-দুটো দল পয়েন্ট হারালেই জুভেন্টাস খেলতে পারত ইউরোপা লিগ। শেষ পর্যন্ত ইউরোপা লিগেও জায়গা হয়নি তুরিনের বুড়িদের। গিউইস স্টেডিয়ামে মোনজাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। আর অলিম্পিকো স্টেডিয়ামে স্পেজিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রোমা। ৬৪ ও ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে মৌসুম শেষ করে আতালান্তা ও রোমা। ৬২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা জুভেন্টাসের খেলতে হবে ইউরোপা কনফারেন্স লিগ।
আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে নাপোলি, লাৎসিও এবং দুই মিলানের। ৩৩ বছর পর এবার সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে নেপলস। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও, তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭২ ও ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে এসি মিলান। এই চার দলই শেষ ম্যাচ জিতে মৌসুম শেষ করেছে।
২০২২-২৩ সিরি আ এর সেরা সাত দল:
নাপোলি: ৯০
লাৎসিও: ৭৪
ইন্টার মিলান: ৭২
এসি মিলান: ৭০
আতালান্তা: ৬৪
রোমা: ৬৩
জুভেন্টাস: ৬২
পয়েন্ট কাটাকাটির মারপ্যাঁচে জুভেন্টাসের পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায় আগেই। তবু ইউরোপা লিগে খেলার সম্ভাবনা ছিল জুভেন্টাসের। গতকাল ম্যাচ জিতলেও শেষ সুযোগটুকু হাতছাড়া হয়ে যায় তুরিনের বুড়িদের।
গতকাল ছিল ২০২২-২৩ মৌসুমের সিরি আ এর শেষ দিন। শেষ দিনের ম্যাচের আগে ৫৯ পয়েন্ট নিয়ে সাতে ছিল জুভেন্টাস। ৬১ ও ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে ছিল আতালান্তা ও রোমা। পাঁচ ও ছয়ে থাকা দল দুটি খেলতে পারবে পরের মৌসুমের ইউরোপা লিগ। ফেডেরিকো চিয়েসার গোলে জুভেন্টাস ১-০ গোলের জয় পায় উদিনেসের বিপক্ষে। তুরিনের বুড়িদের তখন পয়েন্ট হয়েছে ৬২। আতালান্তা, রোমা-দুটো দল পয়েন্ট হারালেই জুভেন্টাস খেলতে পারত ইউরোপা লিগ। শেষ পর্যন্ত ইউরোপা লিগেও জায়গা হয়নি তুরিনের বুড়িদের। গিউইস স্টেডিয়ামে মোনজাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। আর অলিম্পিকো স্টেডিয়ামে স্পেজিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রোমা। ৬৪ ও ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে মৌসুম শেষ করে আতালান্তা ও রোমা। ৬২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা জুভেন্টাসের খেলতে হবে ইউরোপা কনফারেন্স লিগ।
আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে নাপোলি, লাৎসিও এবং দুই মিলানের। ৩৩ বছর পর এবার সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে নেপলস। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও, তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭২ ও ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে এসি মিলান। এই চার দলই শেষ ম্যাচ জিতে মৌসুম শেষ করেছে।
২০২২-২৩ সিরি আ এর সেরা সাত দল:
নাপোলি: ৯০
লাৎসিও: ৭৪
ইন্টার মিলান: ৭২
এসি মিলান: ৭০
আতালান্তা: ৬৪
রোমা: ৬৩
জুভেন্টাস: ৬২
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে