তাইজুলদের রহস্যময় পোস্টের ব্যাখ্যায় যা বললেন জাকির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৭: ৫৯
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৮: ০১
আফগানিস্তানের বিপক্ষে দারুণ কিছু করার প্রত্যয় জাকির হাসানের। ছবি: আজকের পত্রিকা

টানা দুই ধবলধোলাইয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। টানা হারের ছায়া যেন ঘিরে রেখেছে পুরো দলকে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই বাড়তি মানসিক চাপও এটি। গতকাল আরব আমিরাতে পৌঁছায় দলের প্রথমভাগে যাওয়া ক্রিকেটাররা। আজ রওনা দিয়েছেন বাকিরাও।

টপ অর্ডার ব্যাটার জাকির হাসানের মতে, এই দুঃসময় কাটিয়ে আলোয় ফিরবে বাংলাদেশ দল। টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকির নিজেও। চ্যালেঞ্জ দেখছেন আফগানিস্তান সিরিজেও। তবে উড়ানে ওঠার আগে দারুণ কিছু কররা প্রত্যয় ব্যক্ত করলেন এই বাঁহাতি ব্যাটার, ‘আমার তো মনে হয় চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে ভালো একটি সিরিজ হবে বলেই আশা করছি।’

জাকির নিংড়ে দিতে চান নিজেকে, ‘ব্যাটার হিসেবে আমার লক্ষ্য থাকবে আমার সেরা পারফরম্যান্স করা। দল হিসেবেও আমরা ভালো খেলার চেষ্টা করব।’

এদিকে আফগানিস্তান সিরিজের দল নির্বাচনের পর কিছু খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন। অনেকে বলছেন দলে সুযোগ না পেয়ে এমন পোস্ট করেছেন তাঁরা। ব্যাপারটি আজ সামনে এলেও জাকির বলছেন, ‘যারা দলে আছেন তাদের নিজেদের পারফরম্যান্সের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং দল নির্বাচনের কাজ সম্পূর্ণ নির্বাচকদের হাতে। এখানে আমার কিছুই বলার নেই।’

টেস্ট ও সীমিত ওভারে—তিন সংস্করণেই সুবিধা করতে পারছেন না টপ অর্ডার ব্যাটাররা। তাঁদের প্রত্যাশা পূরণ করতে না পারা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ভালো শুরু না পাওয়ার কারণে দল ভুগেছে। তবে অতীতে পড়ে না থেকে সামনে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য। যেহেতু সিরিজগুলো দ্রুত আসছে, আমরা চেষ্টা করছি আমাদের ভুলগুলো খুঁজে বের করতে এবং সেগুলো কীভাবে সংশোধন করা যায়। আমরা ওপেনাররা যদি ভালো শুরু এনে দিতে পারি, তাহলে মিডল অর্ডারের কাজ সহজ হয়ে যাবে।’

টেস্টে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ফিফটি নেই জাকিরের। এর আগে বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে খেলেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে আউট হয়েছেন ১ রানে। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন জাকির।

ঘরোয়া লিগের ছন্দ আন্তর্জাতিক ম্যাচে এসে খেই হারায়। এ প্রসঙ্গে জাকির বললেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট আমার, আমাদের ভিত, তবে সেখান থেকে আসলেই আন্তর্জাতিক মঞ্চে এসে ভালো খেলার নিশ্চয়তা থাকে না। খারাপ সময়ও আসতে পারে, তবে সেই সময় কাটিয়ে উঠতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে নিজের ভিত আরও শক্ত করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নেওয়ার চেষ্টায় মনোযোগী হতে হবে।’

আফগানিস্তান দল সম্প্রতি দারুণ উন্নতি করেছে এবং নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছে। আমিরাতের কন্ডিশনে তাদের খেলার অভিজ্ঞতাও অনেক বেশি। জাকির বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি দলই এখন ভালো। ওরা অনেক উন্নতি করেছে এবং শক্তিশালী দল হিসেবে খেলছে। তবে আমাদের নিজেদের শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত