ক্রীড়া ডেস্ক
খেলার মধ্যে শুধু আইপিএলটাই খেলছেন মহেন্দ্র সিং ধোনি। বছরে যাঁকে শুধু নির্দিষ্ট একটা সময়েই পাওয়া যায়, তাঁকে এক নজর দেখতে স্টেডিয়াম হাউসফুল হওয়াটাই তো স্বাভাবিক। মাঠটা যদি হয় চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম, তাহলে তো কথাই নেই। ভক্ত-সমর্থকদের ভালোবাসা আরও বেশি উপচে পড়ে তখন।
চিপকে গতকাল মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এবারের চিপকে লিগ পর্বের শেষ ম্যাচটা খেলল চেন্নাই। রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে চিপকে ৫০ তম ম্যাচ জিতল চেন্নাই। ম্যাচ চলার সময় চেন্নাই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, ‘সুপার ফ্যানদের অনুরোধ করছি ম্যাচ শেষে অপেক্ষা করতে। বিশেষ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।’ মূল আকর্ষণ যে ধোনি, সেটা যে না বললেও চলছে। গ্যালারিতে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিশাল পোস্টার টাঙানো হয়েছে। চেন্নাইয়ের খেলোয়াড়দের ল্যাপ অব অনার ও মেডেল দেওয়া হয়েছে। ভক্তদের জন্য টেনিস বলে অটোগ্রাফ দিয়েছেন ধোনিরা। র্যাকেট দিয়ে বল পাঠানোর মতো অবস্থাতে দেখা গেছে ধোনিকে। ধোনির দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না আছেন এবার ধারাভাষ্যকার হিসেবে। চিপকে কি ধোনি শেষ ম্যাচ খেলেছেন কি না, এমন প্রশ্নে রায়না বলেন, ‘অবশ্যই না।’
অবশ্যই না—শব্দ দুটি ধোনিই বলেছেন চার বছর আগে। ২০২০ আইপিএল শেষে ড্যানি মরিসন যখন জানতে চান এবারই কি আইপিএলে ইতি টানছেন, তখন ধোনি উত্তরটি দেন। সেই ধোনির নেতৃত্বে ২০২১,২০২৩ আইপিএল জিতেছে চেন্নাই। আইপিএলে চেন্নাইয়ের পাঁচ শিরোপার পাচটিই এসেছে ধোনির নেতৃত্বে।
ধোনির জনপ্রিয়তা নিয়ে নতুন করে অবশ্য বলার কিছু নেই। কদিন আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে চেন্নাই ও গুজরাট। সেই ম্যাচে মাঠে ঢুকে ধোনির পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ চেন্নাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চিন্নস্বামী স্টেডিয়ামে। চেন্নাইয়ের প্লে অফ ভাগ্য নির্ভর করছে এই ম্যাচের ওপর। যদি ফাইনালে উঠলে চেন্নাই ঘরের মাঠ চিপকেই খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল—এবারের আইপিএলের আর দুটি ম্যাচ হবে চিপকে।
খেলার মধ্যে শুধু আইপিএলটাই খেলছেন মহেন্দ্র সিং ধোনি। বছরে যাঁকে শুধু নির্দিষ্ট একটা সময়েই পাওয়া যায়, তাঁকে এক নজর দেখতে স্টেডিয়াম হাউসফুল হওয়াটাই তো স্বাভাবিক। মাঠটা যদি হয় চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম, তাহলে তো কথাই নেই। ভক্ত-সমর্থকদের ভালোবাসা আরও বেশি উপচে পড়ে তখন।
চিপকে গতকাল মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এবারের চিপকে লিগ পর্বের শেষ ম্যাচটা খেলল চেন্নাই। রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে চিপকে ৫০ তম ম্যাচ জিতল চেন্নাই। ম্যাচ চলার সময় চেন্নাই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, ‘সুপার ফ্যানদের অনুরোধ করছি ম্যাচ শেষে অপেক্ষা করতে। বিশেষ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।’ মূল আকর্ষণ যে ধোনি, সেটা যে না বললেও চলছে। গ্যালারিতে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিশাল পোস্টার টাঙানো হয়েছে। চেন্নাইয়ের খেলোয়াড়দের ল্যাপ অব অনার ও মেডেল দেওয়া হয়েছে। ভক্তদের জন্য টেনিস বলে অটোগ্রাফ দিয়েছেন ধোনিরা। র্যাকেট দিয়ে বল পাঠানোর মতো অবস্থাতে দেখা গেছে ধোনিকে। ধোনির দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না আছেন এবার ধারাভাষ্যকার হিসেবে। চিপকে কি ধোনি শেষ ম্যাচ খেলেছেন কি না, এমন প্রশ্নে রায়না বলেন, ‘অবশ্যই না।’
অবশ্যই না—শব্দ দুটি ধোনিই বলেছেন চার বছর আগে। ২০২০ আইপিএল শেষে ড্যানি মরিসন যখন জানতে চান এবারই কি আইপিএলে ইতি টানছেন, তখন ধোনি উত্তরটি দেন। সেই ধোনির নেতৃত্বে ২০২১,২০২৩ আইপিএল জিতেছে চেন্নাই। আইপিএলে চেন্নাইয়ের পাঁচ শিরোপার পাচটিই এসেছে ধোনির নেতৃত্বে।
ধোনির জনপ্রিয়তা নিয়ে নতুন করে অবশ্য বলার কিছু নেই। কদিন আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে চেন্নাই ও গুজরাট। সেই ম্যাচে মাঠে ঢুকে ধোনির পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ চেন্নাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চিন্নস্বামী স্টেডিয়ামে। চেন্নাইয়ের প্লে অফ ভাগ্য নির্ভর করছে এই ম্যাচের ওপর। যদি ফাইনালে উঠলে চেন্নাই ঘরের মাঠ চিপকেই খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল—এবারের আইপিএলের আর দুটি ম্যাচ হবে চিপকে।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৩ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৪ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৭ ঘণ্টা আগে