ক্রীড়া ডেস্ক
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে