নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের কারণে গত কয়েক দিন মিরপুর শেরেবাংলায় অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। বিসিবির এক ঘোষণায় আজ সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। পাকিস্তান সফরে ‘এ’ দলের প্রথম ও দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য দলে থাকা ক্রিকেটারদের সবাই এসেছেন অনুশীলনে। অনুশীলনের সময় হঠাৎ দেখা গেছে সেনাবাহিনীর টহল।
শেরেবাংলার মূল মাঠে প্রথমে ওয়ার্ম-আপ শুরু হয়। পরে ইনডোরে ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদাভাবে অনুশীলন হয়েছে। মিরপুরে অনুশীলন শুরুর আধা ঘন্টা পর বিসিবিতে সেনাবাহিনীর দুটো টহল গাড়ি এসে একাডেমি ভবনের সামনে অবস্থান নেয়। বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় সেনাবাহিনীকে। পরে তাঁরা (সেনা কর্মকর্তারা) চলে যান বিসিবির অফিসে। সেখানে কিছুক্ষণ থাকার পর সেনাবাহিনীকে স্টেডিয়াম থেকে চলে যেতে দেখা যায়। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। মুশফিক-মুমিনুলের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্টের আরও অনেকেই ছিলেন।
পাকিস্তানের উদ্দেশে গতকাল রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে পরশু কয়েক ঘণ্টা ঢাকার বিমানবন্দর বন্ধ থাকার পর কয়েক ঘণ্টা বিরতি দিয়ে চালু হয়। টিকিট পাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা।
১০ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে তিনটি হবে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। সিরিজের পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের কারণে গত কয়েক দিন মিরপুর শেরেবাংলায় অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। বিসিবির এক ঘোষণায় আজ সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। পাকিস্তান সফরে ‘এ’ দলের প্রথম ও দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য দলে থাকা ক্রিকেটারদের সবাই এসেছেন অনুশীলনে। অনুশীলনের সময় হঠাৎ দেখা গেছে সেনাবাহিনীর টহল।
শেরেবাংলার মূল মাঠে প্রথমে ওয়ার্ম-আপ শুরু হয়। পরে ইনডোরে ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদাভাবে অনুশীলন হয়েছে। মিরপুরে অনুশীলন শুরুর আধা ঘন্টা পর বিসিবিতে সেনাবাহিনীর দুটো টহল গাড়ি এসে একাডেমি ভবনের সামনে অবস্থান নেয়। বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় সেনাবাহিনীকে। পরে তাঁরা (সেনা কর্মকর্তারা) চলে যান বিসিবির অফিসে। সেখানে কিছুক্ষণ থাকার পর সেনাবাহিনীকে স্টেডিয়াম থেকে চলে যেতে দেখা যায়। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। মুশফিক-মুমিনুলের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্টের আরও অনেকেই ছিলেন।
পাকিস্তানের উদ্দেশে গতকাল রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে পরশু কয়েক ঘণ্টা ঢাকার বিমানবন্দর বন্ধ থাকার পর কয়েক ঘণ্টা বিরতি দিয়ে চালু হয়। টিকিট পাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা।
১০ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে তিনটি হবে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। সিরিজের পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
টি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১৩ মিনিট আগেবাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
১ ঘণ্টা আগেটেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
২ ঘণ্টা আগে