দল না পেয়ে পিএসএলকে বিদায় শেহজাদের 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬: ৪৫
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭: ০২

শুধু চেহারায় সাদৃশ্য থাকার জন্য নয়, ব্যাটিং স্টাইলেও মিল থাকায় আহমেদ শাহজাদকে এক সময় তুলনা করা হতো বিরাট কোহলির সঙ্গে। দুজনেই ডানহাতি ব্যাটার এবং ক্যারিয়ারও শুরু প্রায় একই সময়ে। কিন্তু কোহলি ‘কিং’ হয়ে উঠলেও শেহজাদের ক্যারিয়ারে অনেকবার উত্থান-পতন হয়েছে। খুব বেশি লম্বা হয়নি আন্তর্জাতিক ক্যারিয়ার। 

অবস্থা এমন দাঁড়িয়েছে, পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পেলেন না শেহজাদ। আর হয়তো সেই অভিমানে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বলে দিলেন বিদায়। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল এক হৃদয়গ্রাহী বিদায়বার্তা পোস্ট দিয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লেখার দুটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে লেখা, ‘পাকিস্তান সুপার লিগকে হৃদয়গ্রাহী বিদায়! আমি এই নোট লিখছি, যেটা এই বছর লিখতে হবে ভাবিনি। আরেকটি পিএসএল ড্রাফট গেল এবং সেই একই পুরোনো গল্প—দল পেলাম না। খোদা জানেন কেন! তবে এটি তাদের পরিকল্পনা এবং খোদার পরিকল্পনা। বস্তুত খোদায় সেরা পরিকল্পনাকারী...’

তিনি আরও লেখেন, ‘পিএসএল ড্রাফটের আগে জাতীয় টি-টোয়েন্টি লিগে বেশ ভালো করেছি এবং ঘরোয়া সার্কিটে ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে সবকিছু দেওয়ার জন্য সত্যিই কঠোর পরিশ্রমের চেষ্টা করছি।’ 

শেহজাদ ধারাবাহিকভাবে ঘরোয়া লিগে ভালোই পারফর্ম করছিলেন। তবে পিএসএলে তাঁর দল না পাওয়ায় বেশ কিছু প্রশ্ন সামনে এনেছে। তিনি কি চক্রান্তের শিকার—সেটি নিয়েও কথাবার্তা চলছে ক্রিকেট পাড়ায়। আর আবারও দল না পাওয়ার কারণেই যে শেহজাদ অভিমানে পিএসএলকে বিদায় বললেন, সেটি নিশ্চিত। 

শেহজাদকে সবশেষ পিএসএলে দেখা গেছে ২০২০ সালে, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০১৯ সালে শিরোপা জেতেন তিন। ফাইনালে করেন হাফ সেঞ্চুরি। তবে ২০২০ সালে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ৭ ইনিংসে করেন মাত্র ৬১ রান। এরপর তাঁকে আর দেখা যায়নি। 

পিএসএলে ৪৫ ম্যাচ খেলে শেহজাদ ১২০.০৬ স্ট্রাইকরেটে করেছেন ১০৭৭ রান। প্রথম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন তিনি। সদ্য সমাপ্ত জাতীয় টি-টোয়েন্টি কাপে ১৩৩.৩৩ স্ট্রাইকরেটে করেন ৩৪৪ রান। তবে ১৩ ডিসেম্বর হওয়া পিএসএল ড্রাফট থেকে কেউ তাঁর নাম তোলেনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত