Ajker Patrika

চাকিং কমেছে দেশের ক্রিকেটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৭: ১৩
চাকিং কমেছে দেশের ক্রিকেটে

২০১৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, লিগে মোট ১০ বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের মধ্যে ৯ বোলার ছিলেন স্পিনার, একজন পেসার। একমাত্র সেই পেসারের নাম সাইফউদ্দিন।

গত ছয় বছরে সাইফউদ্দিন নিজের বোলিং অ্যাকশন শুধরে সাদা বলে বাংলাদেশ দলে নিজেকে যেমন প্রতিষ্ঠা করেছেন, মহামারি রূপ নেওয়া দেশের ক্রিকেটের এই ‘রোগ’টাও বিসিবি সাফল্যের সঙ্গে অনেকটাই নির্মূল করতে পেরেছে। এবার ডিপিএলে তাই রিপোর্টেড বোলারের সংখ্যা নেমে এসেছে একে। সিটি ক্লাবের যে বোলারের অ্যাকশন সন্দেহ করেছিলেন আম্পায়াররা, তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দিয়েছে বিসিবি।

চাকিং নির্মূলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। একটা সময় দেশের ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশন (১৫ ডিগ্রির বেশি তাঁর কনুই বেঁকে যাওয়া) কিংবা ‘চাকিং’ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন অনেকে রসিকতা করে বলতেন, ‘ঠগ বাছতে গাঁ উজাড়’ হয়ে যাবে! অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে ডিপিএল, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ এবং প্রথম শ্রেণির ক্রিকেট দিব্যি খেলে যেতেন চাকাররা। তাঁদের থামিয়ে দেওয়ার বদলে অনেক ক্লাব সংগঠক সমর্থনও জুগিয়েছেন। এটির নেতিবাচক প্রভাব পড়েছিল জাতীয় দলে। আন্তর্জাতিক পর্যায়ে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন আবদুর রাজ্জাক, আল আমিন হোসেন, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, আরাফাত সানির মতো বোলাররা।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন-সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর যখন দেশের ক্রিকেটে তুমুল হইচই, তখন নড়েচড়ে বসল বিসিবি। তীব্র চাপে আর সমালোচনার মুখে বিশ্বকাপের পর পরিচালক জালাল ইউনুসকে প্রধান করে বিসিবি গঠন করল ‘বোলিং অ্যাকশন রিভিউ কমিটি’। প্রথম পদক্ষেপ হিসেবে ২০১৬ ডিপিএল শেষে ১০ জন বোলারকে নিয়ে কাজ করে কমিটি। এরপর ঘরোয়া ক্রিকেটে যে বোলারের অ্যাকশন সন্দেহ হয়েছে, চলে এসেছেন কমিটির রাডারে। এই কমিটিতে কারিগরি দিকগুলো মূলত দেখে থাকেন বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু। গতকাল আজকের পত্রিকাকে তিনি জানান, প্রায় শেষ দিকে চলে আসা এবারের ডিপিএলে মাত্র একজন বোলার রিপোর্টেড হয়েছেন। পরীক্ষা দিয়ে পরে তিনি খেলার ছাড়পত্রও পেয়েছেন। এই মৌসুমে নিচের স্তরে প্রথম বিভাগ ক্রিকেটের দুজন, দ্বিতীয় বিভাগে তিনজন বোলার রিপোর্টেড হলেও প্রত্যেকে পরীক্ষা দিয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন। নাসু বলেন, ‘ছয় বছর আগেও এমন অনেক কেস (বোলার) পাওয়া যেত। কমিটি কাজ শুরুর পর কমতে কমতে এখন সেটা প্রায় নাই হয়ে গেছে! চার-পাঁচজন ছিল, দু-তিনবার পরীক্ষা দিয়েছে। তারা একবারও উত্তীর্ণ হতে পারেনি, বোলিং অ্যাকশন পুরোপুরি ঠিক করতে পারেনি। বাধ্য হয়ে তারা খেলাই ছেড়ে দিয়েছে।’

বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস জানান, এখন ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়-দলগুলোর মধ্যেও চাকিং নিয়ে অনেক সচেতনতা তৈরি হয়েছে। একটা সময় অনেক দল চাকারদের খেলাতে আগ্রহী থাকলেও সেটি এখন অনেক কমে গেছে। জালাল ইউনুস আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ভয়েই অনেকে চাকিং করে না। আগে তো (অনেক দল) খেলিয়ে দিত। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে অনেক বোলার অবৈধ অ্যাকশন নিয়ে খেলত। এ নিয়ে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করেছি। আগে এই পর্যায়ে ছাড় পেয়ে অনেক ক্রিকেটার প্রতিষ্ঠা পেয়ে যেত। এটা আমরা বন্ধ করে দিয়েছি। আম্পায়ারদের বলেছি, সন্দেহ হলেই রিপোর্ট করতে। এভাবেই সতর্কতা, সচেতনতা তৈরি হয়েছে সবার মধ্যে। এখনো এটি নিয়ে ভালোভাবে কাজ করছি।’

রিভিউ কমিটির সক্রিয়তায় সুফল মিললেও চ্যালেঞ্জও কম ছিল না তাদের। অনেক ক্লাব থেকেই চাপ এসেছে রিপোর্টেড বোলারকে ছেড়ে দিতে। কিন্তু কমিটির কঠোর অবস্থানে সে সুযোগ তারা পায়নি। ক্রিকেটের শুদ্ধতা ও সংস্কৃতির উন্নয়নে প্রশাসক ঠিক পথে থাকলে কতটা সুফল মেলে, সবচেয়ে বড় উদাহরণ এই কমিটি। জালাল আশাবাদী, সামনেও তাঁরা এটা অব্যাহত রাখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২: ০২
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)। আলাদা আলাদা বার্তায় শোক জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের এই দুই সংস্থা।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

গত ১২ ডিসেম্ব শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে আছে বাংলাদেশও। ফাইনালে ওঠার মিশনে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ পাকিস্তান। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ: সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ১১ টা, সরাসরি

টি স্পোর্টস

মাউন্ট মঙ্গানুই টেস্ট: দ্বিতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪ টা, সরাসরি

সনি টেন ৫

অ্যাডিলেড টেস্ট: তৃতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-পার্থ স্কর্চার্স

স্টার স্পোর্টস ২

পঞ্চম টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

ক্রীড়া ডেস্ক    
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আজ ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল।

আগামী বছরের ২৭ মার্চ হবে ফিনালিসিমা। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। এই স্টেডিয়ামেই ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

দীর্ঘদিন হিমাগারে থাকা ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে ২০২২ সালে। সেবার ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে তারা। একই বছর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো জেতে স্পেন।

এর আগে প্রতিযোগিতাটি ‘আরতেমিও ফ্রাঙ্কি কাপ’ নামে পরিচিত ছিল। ১৯৮৫ সালে উরুগুয়েকে হারিয়ে প্রথম শিরোপা জেতে ফ্রান্স আর ১৯৯৩ সালে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। এবারের লড়াইয়ে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। সব ঠিক থাকলে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

স্পেন ও আর্জেন্টিনা এনিয় ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে দুই দলই সমানভাবে ৬টি ম্যাচ জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

ক্রীড়া ডেস্ক    
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত

আর মাস ছয়েক পরই শুরু হবে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্টের উত্তাপ ছড়াতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপ ট্রফি। কোকো-কোলার উদ্যোগে আসছে ১৪ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছবে বিশ্বকাপের মূল ট্রফিটি।

গতকাল কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার—মূল ফিফা বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন।’

বিশ্ব ভ্রমণে ৩০টি দেশ, ১৫০ দিনে ৭৫টি স্থানে হাজির হবে বিশ্বকাপ ট্রফির মূল ট্রফি। যা স্থানীয় মানুষের জন্য নিয়ে আসবে অনন্য এক অভিজ্ঞতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত