ক্রীড়া ডেস্ক
বয়স মাত্র ২০। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ৬ ম্যাচের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না শোয়েব বশিরকে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন সমারসেটের অফ-স্পিনার। আগামী জুনে তাঁর অভিষেক হয়ে যেতে পারে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে আছেন আরও দুই নতুন মুখ। সারের পেসার গাস অ্যাটকিনসন ও ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি স্পিনার টম হার্টলিকে এর আগে ইংলিশদের হয়ে সাদা বলের ক্রিকেটে দেখা গেলেও টেস্টে এবারই প্রথম ডাক পেলেন।
চোট কাটিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন ব্যাটার ও সহ-অধিনায়ক ওলি পোপ ও বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। গত অ্যাশেজের লর্ডস টেস্টে কাঁধে চোট পান পোপ। পিঠে চোট পাওয়ায় লিচকে দেখা যায়নি পুরো সিরিজে।
আগের মতোই ইংল্যান্ডের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ৫০ ওভারের ক্রিকেটে ফেরেন তিনি। তবে প্রথম কয়েক ম্যাচে খেলতে পারেননি। তবে টেস্ট দল নিয়ে ভারতে ফিরতে বিশ্বকাপের পরপরই বাম হাঁটুতে অস্ত্রোপচার করেন এই অলরাউন্ডার।
দুই দলের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি, হায়দরাবাদে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজ ড্র হয় ২-২ ব্যবধানে, ২০২১-২২ মৌসুমে। ২০১২-১৩ মৌমুসের পর টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট জেতা হয়নি ইংলিশদের।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।
বয়স মাত্র ২০। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ৬ ম্যাচের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না শোয়েব বশিরকে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন সমারসেটের অফ-স্পিনার। আগামী জুনে তাঁর অভিষেক হয়ে যেতে পারে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে আছেন আরও দুই নতুন মুখ। সারের পেসার গাস অ্যাটকিনসন ও ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি স্পিনার টম হার্টলিকে এর আগে ইংলিশদের হয়ে সাদা বলের ক্রিকেটে দেখা গেলেও টেস্টে এবারই প্রথম ডাক পেলেন।
চোট কাটিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন ব্যাটার ও সহ-অধিনায়ক ওলি পোপ ও বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। গত অ্যাশেজের লর্ডস টেস্টে কাঁধে চোট পান পোপ। পিঠে চোট পাওয়ায় লিচকে দেখা যায়নি পুরো সিরিজে।
আগের মতোই ইংল্যান্ডের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ৫০ ওভারের ক্রিকেটে ফেরেন তিনি। তবে প্রথম কয়েক ম্যাচে খেলতে পারেননি। তবে টেস্ট দল নিয়ে ভারতে ফিরতে বিশ্বকাপের পরপরই বাম হাঁটুতে অস্ত্রোপচার করেন এই অলরাউন্ডার।
দুই দলের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি, হায়দরাবাদে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজ ড্র হয় ২-২ ব্যবধানে, ২০২১-২২ মৌসুমে। ২০১২-১৩ মৌমুসের পর টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট জেতা হয়নি ইংলিশদের।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৮ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৯ ঘণ্টা আগে