হঠাৎ অধিনায়ক বদলানোর পরই বেকায়দায় ভারত

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৪: ১৩
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮: ০১
Thumbnail image
অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে আবারও বেকায়দায় ভারত। ছবি: ক্রিকইনফো

সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট শুরুর আগের দিনই ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেল, থাকছেন না রোহিত শর্মা। আজ টেস্ট শুরুর দিন তাই ভারতের একাদশে দেখা মেলেনি রোহিতের। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। তবে অধিনায়ক বদলানোর পরও শুরুটা ভালো হয়নি ভারতের।

মেলবোর্নের পরও সিডনি টেস্টের শুরুতে আলোচনায় বিরাট কোহলি। এবার বিতর্কিত ঘটনা ঘটেছে তাঁর ক্যাচ নিয়ে। যদিও ইনিংসটা তিনি লম্বা করতে পারেননি। ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৮৫ রানে। প্রথম দিন ১৭৬ রানে পিছিয়ে থেকে শেষ করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকের হাতে এখনো ৯ উইকেট।

সিডনিতে আজ শুরু হওয়া পঞ্চম টেস্টে প্রথম দিন টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। শুরুটা রক্ষণাত্মক হলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়ার রোগ থেকে বের হতে পারেনি তারা। ৭.৪ ওভারে ২ উইকেটে ১৭ রানে পরিণত হয় সফরকারীরা। তখনই ব্যাটিংয়ে নামেন কোহলি। অষ্টম ওভারের পঞ্চম বলে স্কট বোল্যান্ডকে খোঁচা মারেন কোহলি। এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে থাকা স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে লুফে নেন। তবে হাতে পুরোপুরি না জমিয়ে ওপরের দিকে ছুড়ে মারেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। গালিতে লাবুশেন ক্যাচটি ধরেন।

অস্ট্রেলিয়া দল যখন উচ্ছ্বাসে মত্ত, তখন ঘটেছে এক প্রস্থ নাটক। দ্বিধাদ্বন্দ্বে থাকা কোহলি উইকেটে ঠায় দাঁড়িয়ে থাকলে মাঠের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাইকেল গফ সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসনের শরণ নিয়েছেন। উইলসন বিভিন্ন কোণ থেকে দেখার পর কোহলিকে দিয়েছেন নটআউট। স্মিথ বল ছোঁয়ার আগে সেটা ঘাসে স্পর্শ করেছে বলে জানান ম্যাচের তৃতীয় আম্পায়ার।

কোহলির বেঁচে যাওয়ার সুযোগে তৃতীয় উইকেটে শুবমান গিলের সঙ্গে তাঁর (কোহলি) জুটিটা একটু দীর্ঘায়িত হয়েছে। ১০৬ বলে ৪০ রানের জুটি গড়েন গিল ও কোহলি। তবে গিল ফেরার পর আবার চাপে পড়ে ভারত। দ্রুত ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৩১.৩ ওভারে ৪ উইকেটে ৭২ রান। কোহলি ৬৯ বল খেলে করেছেন ১৭ রান। কোনো চার-ছক্কা নেই তাঁর ইনিংসে। এবার তিনি আউট হলেন বোল্যান্ডের বলেই। ৩২তম ওভারের তৃতীয় বলে তৃতীয় স্লিপে এবার ক্যাচ ধরেন বিউ ওয়েবস্টার।

১০০-এর আগে ৪ উইকেট হারিয়ে ফেলা ভারত এরপর দিশা খুঁজে পায় রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্তের ব্যাটিংয়ে। পঞ্চম উইকেটে ১৫১ বলে ৪৮ রানের জুটি গড়েন তাঁরা (জাদেজা-পন্ত)। এই জুটি গড়ার পথে কয়েকবার জীবনও পেয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়ার ফিল্ডাররা আরেকটু চেষ্টা করলেই সুযোগগুলো কাজ লাগাতে পারতেন। ৫৭তম ওভারের চতুর্থ বলে পন্তকে ফিরিয়ে জুটি ভাঙেন বোল্যান্ড। এবার পন্ত পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন প্যাট কামিন্সের হাতে। ৯৮ বলে ৩ চার ও ১ ছক্কায় পন্ত করেন ৪০ রান।

পন্তকে ফেরানোর ঠিক পরের বলেই বোল্যান্ড ফিরিয়েছেন নীতিশ কুমার রেড্ডিকে। দ্বিতীয় স্লিপে ক্যাচ ধরেন স্মিথ। রেড্ডি গোল্ডেন ডাক মারার পর বোল্যান্ডের হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়। তবে ওয়াশিংটন সুন্দর সেটা হতে দেননি। বোল্যান্ডের হ্যাটট্রিক না হলেও ধস ঠিকই নেমেছে ভারতের ইনিংসে। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়েছে ৮ উইকেটে ১৪৮ রান।

৮ উইকেট পড়ার পর ভারত কত দ্রুত অলআউট হয়, সেটিই ছিল দেখার অপেক্ষা। তবে দশ নম্বরে নামা বুমরার ১৭ বলে ২২ রানের ইনিংসে তারা করতে পারে ১৮৫ রান। ৩ চার ও ১ ছক্কা মেরেছেন ভারতীয় এই পেসার। ৭৩তম ওভারের দ্বিতীয় বলে বুমরাকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টানেন কামিন্স। অস্ট্রেলিয়া এরপর প্রথম ইনিংসে ৩ ওভারে ১ উইকেটে ৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। বুমরার পর ডিফেন্স করতে গেলে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের তালুবন্দী হয়েছেন উসমান খাজা। তবে নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা স্যাম কনস্টাসের দিকে গিয়ে উদযাপন করেছেন বুমরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত