জিম্বাবুয়েকে ইতিহাস গড়তে দেয়নি পাকিস্তান

ক্রীড়া  ডেস্ক 
Thumbnail image
দলের চাপের মুখে আরভিনের ফিফটি উদ্‌যাপন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

বৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।

ঘুরে দাঁড়িয়ে পরের দুই ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজটাও নিশ্চিত করে নিয়েছে পাকিস্তান। আজ বুলাওয়েতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৯৯ জিতেছে তারা। নেতৃত্ব পাওয়ার পর এ নিয়ে টানা দুই ওয়ানডে সিরিজ জিতলেন মোহাম্মদ রিজওয়ান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে কামরান গোলামের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বড় স্কোর পায় পাকিস্তান। ৬ উইকেটে করে ৩০৩ রান। গোলাম ৯৯ বলে ১০ চার ও ৪ ছয়ে করেন ১০৩। ফিফটি পেয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক (৫০)। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ১০ রানে হারিয়ে বসে ২ উইকেট। সেই ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। ২৫.৫ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায়—১২৩/৫। ক্রেইগ আরভিন ছাড়া তাদের টপ অর্ডারদের আর কেউ ইনিংস বড় করতে পারেননি। ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম ফিফটি পাওয়া জিম্বাবুয়ে অধিনায়ক আমের জামালের বলে বোল্ড হওয়ার আগে ৬৩ বলে করেন ৫১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ব্রায়ান বেনেট। শেষ দিকে এনগারাবা ১৭ রান করে হারের ব্যবধান কমিয়েছেন। ৫৯ বল বাকি থাকতেই জিম্বাবুয়েকে থামতে হয় ২০৪ রানে।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল। এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ না হারার রেকর্ড অক্ষুণ্ন রাখল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত