Ajker Patrika

শেষ ম্যাচে অধিনায়ক মোসাদ্দেক, হঠাৎ দলে মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৮: ২৯
শেষ ম্যাচে অধিনায়ক মোসাদ্দেক, হঠাৎ দলে মাহমুদউল্লাহ

সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করে জিম্বাবুয়ে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোহানের নেতৃত্বে শনিবার সফরের প্রথম ম্যাচ হারলেও গতকাল দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। তবে ওই ম্যাচে কিপিংয়ের সময় আঙুলে চোট পাওয়ায় আগামীকালের সিরিজ নির্ধারণী তো বটেই, জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেছে সোহানের।

সোহান ছিটকে পড়ার পর থেকেই দেশের ক্রিকেটপ্রেমীদের মনে একটি প্রশ্ন—শেষ ম্যাচে বাংলাদশকে নেতৃত্ব দেবেন কে? গত বছর নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাহ রিয়াদ চোট পড়ায় বাংলাদেশকে প্রথমবার নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। এবারও তাঁর নামই জোরেশোরে শোনা যাচ্ছিল।

তবে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলে নিয়মিত না হলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে পরিচিত মুখ মোসাদ্দেক। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডকে নেতৃত্ব দিয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। 

আগামীকাল টস করতে নামলে মোসাদ্দেক হবেন বাংলাদেশের ৯ম টি-টোয়েন্টি অধিনায়ক। গতকাল ক্যারিয়ারসেরা বোলিংয়ের পুরস্কারটা হাতেনাতে পেলেন তিনি। 
এদিকে, সোহানের জায়গায় শেষ টি-টোয়েন্টির দলে বিশ্রামে থাকা মাহমুদউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত