ক্রীড়া ডেস্ক
বিতর্ককে যেন তরতাজা রাখতেই পছন্দ করেন মোহাম্মদ আমির। তা না হলে পুরোনো এক দ্বন্দ্বের বিষয় কেন আবার সামনে নিয়ে আসবেন তিনি! চার মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার জবাব নতুন করে দিয়েছেন অনেক দিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই পেসার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের এক ম্যাচে বাবর আজমকে লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনা নিয়ে শহীদ আফ্রিদির করা দাবির জবাব অবশেষে দিয়েছেন আমির। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যের জবাব এত দিন না দিলেও গতকাল স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফ্রিদি তাঁকে বাবর সম্পর্কে কোনো বার্তা পাঠাননি। তিনি আমার বোলিংয়ের প্রশংসা ও ফিটনেস সম্পর্কে জানতে চেয়েছিলেন।
আমির বলেছেন,‘তাঁর বার্তা পেয়েছিলাম, তবে যা বলেছেন তা নয়। তিনি আমার বোলিংয়ের প্রশংসা এবং চোট সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু বাবরের মুখোমুখি হব কী রে... বার্তায় এমন কিছু লেখা ছিল না। আর আমি বাবরেরই কী ক্ষতি করেছি? অথবা, উল্টোটা? অদ্ভুত এক বিষয় জানতে পেরেছি। জানি না, যখন বলেছেন তখন কী চিন্তা করছিলেন। মনে হয় তিনি দ্রুত কথা বলার কারণে ভুলবশত বলে ফেলেছেন।’
বাবরের সঙ্গে যে তাঁর কোনো শত্রুতা নেই, সেটিও জানিয়েছেন আমির। পিএসএলে পাকিস্তানের বর্তমান অধিনায়কের সঙ্গে শুরুর সাত সংস্করণে একই দলে খেলা এই পেসার বলেছেন,‘বাবর ও আমার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা আছে। সে আমাকে নিয়ে কখনো বাজে কিছু বলেনি এবং আমার দিক থেকেও একই। কিন্তু আমজনতা মনে করে আমরা শক্র। এমনটা কখনো ছিল না।’
পিএসলের অষ্টম সংস্করণে আমির ও বাবর প্রতিপক্ষ হয়ে খেলেন। সেই টুর্নামেন্টের এক ম্যাচে আমিরের বলে চার মারেন বাবর। কিন্তু পরের বলে পাকিস্তানি ব্যাটার ডিফেন্স করলে রাগে তাঁর দিকে বল ছুড়ে মারেন আমির। সেই ঘটনা নিয়েই পাকিস্তানি পেসারকে বার্তা পাঠিয়েছিলেন আফ্রিদি। তিনি জানিয়েছিলেন, আমির তাঁর সমালোচনার বিষয়টি পরে বুঝতে পেরেছিলেন এবং মাঠের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
বিতর্ককে যেন তরতাজা রাখতেই পছন্দ করেন মোহাম্মদ আমির। তা না হলে পুরোনো এক দ্বন্দ্বের বিষয় কেন আবার সামনে নিয়ে আসবেন তিনি! চার মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার জবাব নতুন করে দিয়েছেন অনেক দিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই পেসার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের এক ম্যাচে বাবর আজমকে লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনা নিয়ে শহীদ আফ্রিদির করা দাবির জবাব অবশেষে দিয়েছেন আমির। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যের জবাব এত দিন না দিলেও গতকাল স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফ্রিদি তাঁকে বাবর সম্পর্কে কোনো বার্তা পাঠাননি। তিনি আমার বোলিংয়ের প্রশংসা ও ফিটনেস সম্পর্কে জানতে চেয়েছিলেন।
আমির বলেছেন,‘তাঁর বার্তা পেয়েছিলাম, তবে যা বলেছেন তা নয়। তিনি আমার বোলিংয়ের প্রশংসা এবং চোট সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু বাবরের মুখোমুখি হব কী রে... বার্তায় এমন কিছু লেখা ছিল না। আর আমি বাবরেরই কী ক্ষতি করেছি? অথবা, উল্টোটা? অদ্ভুত এক বিষয় জানতে পেরেছি। জানি না, যখন বলেছেন তখন কী চিন্তা করছিলেন। মনে হয় তিনি দ্রুত কথা বলার কারণে ভুলবশত বলে ফেলেছেন।’
বাবরের সঙ্গে যে তাঁর কোনো শত্রুতা নেই, সেটিও জানিয়েছেন আমির। পিএসএলে পাকিস্তানের বর্তমান অধিনায়কের সঙ্গে শুরুর সাত সংস্করণে একই দলে খেলা এই পেসার বলেছেন,‘বাবর ও আমার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা আছে। সে আমাকে নিয়ে কখনো বাজে কিছু বলেনি এবং আমার দিক থেকেও একই। কিন্তু আমজনতা মনে করে আমরা শক্র। এমনটা কখনো ছিল না।’
পিএসলের অষ্টম সংস্করণে আমির ও বাবর প্রতিপক্ষ হয়ে খেলেন। সেই টুর্নামেন্টের এক ম্যাচে আমিরের বলে চার মারেন বাবর। কিন্তু পরের বলে পাকিস্তানি ব্যাটার ডিফেন্স করলে রাগে তাঁর দিকে বল ছুড়ে মারেন আমির। সেই ঘটনা নিয়েই পাকিস্তানি পেসারকে বার্তা পাঠিয়েছিলেন আফ্রিদি। তিনি জানিয়েছিলেন, আমির তাঁর সমালোচনার বিষয়টি পরে বুঝতে পেরেছিলেন এবং মাঠের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৩ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে