নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো থাকছেন কী থাকছেন না এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বিষয়টা পুরোপুরি বোর্ড সভাপতি ও ডমিঙ্গোর ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে গতকাল বাংলাদেশে ফিরে এশিয়া কাপের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ডমিঙ্গো। আজও অনুশীলনের শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।
তবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর সুজন মনে করেন, ডমিঙ্গোর দর্শন বাংলাদেশের সঙ্গে ঠিক মিলছে না। এশিয়া কাপ সামনে রেখে আজ মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সুজন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে। আমার এবং আপনার দর্শন সম্পূর্ণ আলাদা। ঠিক তেমনি কোচের দর্শনও আলাদা। সত্যি বলতে, ওর (ডমিঙ্গো) দর্শন যেটা, সেটা হয়তোবা আমাদের সঙ্গে মিলছে করছে না।’
এ জন্য কোচিং প্যানেলে কিছু পরিবর্তনের কথা ভাবছে বিসিবি। যার প্রথম ধাপে সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন তিনি। কোচিং প্যানেলে পরিবর্তন নিয়ে সুজন বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে পারফর্ম করতে পারছি না। সুতরাং দেশের ক্রিকেটের জন্য যদি ভিন্ন দর্শনের কেউ আসে তাতে অসুবিধা কী। এই সংস্করণে আমরা অনেক কিছুই পরীক্ষা-নিরীক্ষা করতে পারি, যেটা ওয়ানডেতে করতে পারি না। তবে হয়তো টেস্টেও আমরা এ রকম কিছু করতে পারি। দেখুন, এত বছর টেস্ট খেলার পরেও কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে ভালো করতে পারছি না।’
কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো থাকছেন কী থাকছেন না এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বিষয়টা পুরোপুরি বোর্ড সভাপতি ও ডমিঙ্গোর ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে গতকাল বাংলাদেশে ফিরে এশিয়া কাপের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ডমিঙ্গো। আজও অনুশীলনের শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।
তবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর সুজন মনে করেন, ডমিঙ্গোর দর্শন বাংলাদেশের সঙ্গে ঠিক মিলছে না। এশিয়া কাপ সামনে রেখে আজ মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সুজন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে। আমার এবং আপনার দর্শন সম্পূর্ণ আলাদা। ঠিক তেমনি কোচের দর্শনও আলাদা। সত্যি বলতে, ওর (ডমিঙ্গো) দর্শন যেটা, সেটা হয়তোবা আমাদের সঙ্গে মিলছে করছে না।’
এ জন্য কোচিং প্যানেলে কিছু পরিবর্তনের কথা ভাবছে বিসিবি। যার প্রথম ধাপে সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন তিনি। কোচিং প্যানেলে পরিবর্তন নিয়ে সুজন বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে পারফর্ম করতে পারছি না। সুতরাং দেশের ক্রিকেটের জন্য যদি ভিন্ন দর্শনের কেউ আসে তাতে অসুবিধা কী। এই সংস্করণে আমরা অনেক কিছুই পরীক্ষা-নিরীক্ষা করতে পারি, যেটা ওয়ানডেতে করতে পারি না। তবে হয়তো টেস্টেও আমরা এ রকম কিছু করতে পারি। দেখুন, এত বছর টেস্ট খেলার পরেও কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে ভালো করতে পারছি না।’
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১০ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৪ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৬ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে