Ajker Patrika

গ্র্যাজুয়েশন করে স্বপ্নপূরণ সাকিবের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭: ৩৮
গ্র্যাজুয়েশন করে স্বপ্নপূরণ সাকিবের

মানুষ তার স্বপ্নের সমান বড়—সাকিব আল হাসানকে দেখে অনেকের হয়তো এ কথাই এখন মনে পড়ছে। খেলার মাঠে একের পর এক রেকর্ড গড়া সাকিবের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএতে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গ্র্যাজুয়েশন শেষ করে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করছেন ২০০৯-১০ বর্ষের ছাত্র সাকিব। 

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে আজ এআইইউবিতে সমাবর্তনে যোগ দিয়েছেন সাকিব। সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘এটা সব সময় আমার স্বপ্ন ছিল। আমার সকল কোর্স টিচারকে ধন্যবাদ দিতে চাই। তাঁদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। এআইইউবিকেও ধন্যবাদ দিতে চাই। শুধু আমিই না, বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই এখান থেকে পড়াশোনা করেছে, তাদেরকে যেভাবে সমর্থন দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। শুধু একটা কথাই বলতে চাই, যখন স্বপ্ন দেখবেন, বড় স্বপ্ন দেখবেন।’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়ের ম্যাচে রেকর্ড গড়েছেন সাকিব নিজেও। তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ অর্জন করেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত