আটকিনসনের ইতিহাস, দুই সেঞ্চুরি মিসের পরও ইংল্যান্ডের বিশাল লিড

 ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫৯
নার্ভাস নাইন্টিতে আউট হয়েছেন বেন ডাকেট ও জ্যাকব বেথেল। ছবি: এএফপি

গাস আটকিনসনও হয়তো বুঝতে পারেননি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম হ্যাটট্রিক করা বোলারই তিনি। না হয় উদ্যাপনের মাত্রা আরেকটু বেশি হওয়ারই কথা ছিল! ইনিংসের ৩৫তম ওভারে পরপর নিউজিল্যান্ডের শেষ তিন ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরান এ ইংলিশ পেসার। ১৯৩০ সাল থেকে টেস্ট হয়ে আসছে ওয়েলিংটনে। কিউইরা সবচেয়ে বেশি টেস্টও খেলেছে এই মাঠে। কত কিংবদন্তিরা সেখানে বোলিং করেছেন, কিন্তু হ্যাটট্রিক করতে পারেননি কেউ। সেই অপূর্ণতা ঘুচিয়ে আটকিনসন প্রথম হ্যাটট্রিক করে গড়লেন ইতিহাস।

ব্রাইডন কার্স-আটকিনসনদের তোপে প্রথম ইনিংসে ১২৫ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। আগের দিনের ৫ উইকেটে ৮৬ রান থেকে দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামে স্বাগতিকেরা। আজ কেবল ৮.৫ ওভারে বাকি ৫ উইকেটও হারায় তারা। ৩৫তম ওভারের তৃতীয় বলে দারুণ এক ডেলিভারিতে আটকিনসন বোল্ড করেন নাথান স্মিথকে (১৪)। চতুর্থ বলে ম্যাট হেনরি (০) গালিতে বেন ডাকেটকে ক্যাচ দিয়ে ফেরেন। পঞ্চম বলে এলবিডব্লিউর ফাঁদে টিম সাউদিকে (০) ড্রেসিংরুমে ফেরান আটকিনসন।

১৫৫ রানে এগিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলল স্বভাবসুলভ বাজবল। দলীয় ৯ রানে ওপেনার জ্যাক ক্রাউলির (৮) উইকেট হারায় তারা। তারপর দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের দারুণ এক জুটি গড়েন জ্যাকব বেথেল ও বেন ডাকেট। ফিফটি করে দুজন হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু আক্ষেপে পুড়েছেন দুজনই, ফিরলেন নড়বড়ে নব্বইতে গিয়ে। ১১২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৯২ রানে সাউদির বলে বোল্ড হন ডাকেট। ১১৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৯৬ রানে সাউদির আরেক শিকার বেথেল।

চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক ও জো রুট ৯৫ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। ৬১ বলে ৫৫ রানে ফেরেন ব্রুক। তারপর ওলি পোপ আউট হয়েছেন ১০ রানে। দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান তুলেছে ইংল্যান্ড। রুট ৭৩ ও বেন স্টোকস ৩৫ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে তাদের লিড দাঁড়াল ৩৫৫ রান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত