ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
ওয়েস্ট ইন্ডিজ দলে রেখেছে পাঁচ পেসার। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে আছেন আলজারি জোসোফ ও জেডেন সিলসের মতো দুই পেসার। সঙ্গে দুই উদীয়মান পেসার শামার জোসেফ ও অ্যান্ডারসন ফিলিপকেও রাখা হয়েছে দলে। এই পাঁচ পেসার ছাড়াও দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে। খুবই স্পষ্ট, এই সফরে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে চায় উইন্ডিজের পেস বোলিং তোপ।
হোল্ডার না থাকায় দলে ফেরানো হয়েছে গ্রিভসকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। সম্প্রতি ঘরোয়া সুপার ফিফটি কাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। এর মধ্যে ১১১ ও ১৫১ রান করে দুই ইনিংসে ছিলেন অপরাজিত। এই বছরের জানুয়ারিতে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে খেলেছেন গ্রিভস।
গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের দল থেকে হোল্ডার ছাড়াও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। তার জায়গায় ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার। এ বছরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দুটি টেস্ট খেলেছেন সিনক্লেয়ার। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের ভাবনায় রেখেই হয়তো ফেরানো হয়েছে ২৪ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারকে।
স্পিন আক্রমণে আছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানও। বাংলাদেশের বিপক্ষে বেশ সফল তিনিও, চার টেস্ট খেলে নিয়েছেন ১৮ উইকেট।
ব্যাটিং লাইন আপে তেমন পরিবর্তন নেই। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জশুয়া দা সিলভাকে। আলিক আথানেজ ও কেসি কার্টিরা আছেন ব্যাটিং অর্ডারে। আগামী শুক্রবার অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্টের সিরিজ। ৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। ২ টেস্টের সিরিজে সেবার ধবলধোলাই হয়েছিল অতিথিরা। ১৫ বছর ধরে উইন্ডিজের মাঠে টেস্ট জিততে পারেনি। সবশেষ ২০০৯ সালে ২-০ ব্যবধানে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ দল।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
ওয়েস্ট ইন্ডিজ দলে রেখেছে পাঁচ পেসার। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে আছেন আলজারি জোসোফ ও জেডেন সিলসের মতো দুই পেসার। সঙ্গে দুই উদীয়মান পেসার শামার জোসেফ ও অ্যান্ডারসন ফিলিপকেও রাখা হয়েছে দলে। এই পাঁচ পেসার ছাড়াও দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে। খুবই স্পষ্ট, এই সফরে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে চায় উইন্ডিজের পেস বোলিং তোপ।
হোল্ডার না থাকায় দলে ফেরানো হয়েছে গ্রিভসকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। সম্প্রতি ঘরোয়া সুপার ফিফটি কাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। এর মধ্যে ১১১ ও ১৫১ রান করে দুই ইনিংসে ছিলেন অপরাজিত। এই বছরের জানুয়ারিতে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে খেলেছেন গ্রিভস।
গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের দল থেকে হোল্ডার ছাড়াও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। তার জায়গায় ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার। এ বছরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দুটি টেস্ট খেলেছেন সিনক্লেয়ার। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের ভাবনায় রেখেই হয়তো ফেরানো হয়েছে ২৪ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারকে।
স্পিন আক্রমণে আছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানও। বাংলাদেশের বিপক্ষে বেশ সফল তিনিও, চার টেস্ট খেলে নিয়েছেন ১৮ উইকেট।
ব্যাটিং লাইন আপে তেমন পরিবর্তন নেই। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জশুয়া দা সিলভাকে। আলিক আথানেজ ও কেসি কার্টিরা আছেন ব্যাটিং অর্ডারে। আগামী শুক্রবার অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্টের সিরিজ। ৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। ২ টেস্টের সিরিজে সেবার ধবলধোলাই হয়েছিল অতিথিরা। ১৫ বছর ধরে উইন্ডিজের মাঠে টেস্ট জিততে পারেনি। সবশেষ ২০০৯ সালে ২-০ ব্যবধানে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ দল।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
১ ঘণ্টা আগেদুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষ ভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
২ ঘণ্টা আগেবাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল...
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
২ ঘণ্টা আগে