নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবাহনী লিমিটেডের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দলীয় ১০০ রানের আগেই ৫ উইকেট হারানো রূপগঞ্জ শেষ পর্যন্ত ম্যাচটা হারে ৮১ রানে। তবে শুরুতে দলকে মোটামুটি ভালো একটা সূচনা এনে দেন দুই ওপেনার। আবাহনীর বড় লক্ষ্যে মাথায় রেখে এদিন রকিবুল হাসানের সঙ্গে ওপেনিংয়ে উঠে আসেন সাব্বির রহমান।
দুই ওপেনার থেকে ৪৭ রানের জুটি পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ৩১ বলে ৩ চার এক ছক্কায় ২৭ রান করেন রকিবুল। শুরতে কিছুটা নড়বড়ে থাকা সাব্বির থিতু হয়ে বড় ইনিংসের আশা জাগিয়েও হতাশ করেন। ৫ চার এক ছক্কায় সাব্বিরের ব্যাট থেকে আসে ৪৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। সাকিব আল হাসান ৩, দুর্দান্ত ফর্মে থাকা নাঈম ইসলাম ৭ আর উইকেট কিপার ব্যাটার ইরফান শুক্কর আউট হন এক রানে।
১০ বলে ৯ রান মাশরাফি বিন মর্তুজাও আউট হয়ে গেলে হারের প্রহর গুনতে থাকে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে তানভীর হায়দারকে নিয়ে লড়াই জমানোর আভাস দেন ভারতীয় ব্যাটার চিরাগ জানি। দুজনের ৫৪ রানের জুটি ভাঙে চিরাগের ৪৮ রানের বিদায়ে। এরপর মুক্তার আলীকে ৪০ রানের আরেকটি জুটি গড়েন তানভীর। এ দুটো জুটি রূপগঞ্জের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ২২ রান করেন মুক্তার। ১৯৩ রানে মুক্তারের বিদায়ের পর দূত শেষ দুই উইকেট হারিয়ে ১৯৮ রানে অলআউট হয় রূপগঞ্জ। ৩৬ রান নিয়ে অপরাজিত থাকেন তানভীর। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে সুপার লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে বড় সংগ্রহই দিয়েছিল আবাহনী। মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৯ রান করে বর্তমান চ্যাম্পিয়নরা। অনেকটা কোণঠাসা অবস্থায় থেকে এ ম্যাচে খেলতে নামে আবাহনী। সুপার লিগ পর্বে নিজেদের আগের দুটি ম্যাচই হেরেছিল মোসাদ্দেকের দল। টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী আজও শুরুটা ভালো করতে পারেনি। ৩০ রানের মধ্যে দুই ওপেনার ড্রেসিংরুমের পথ ধরেন। ব্যক্তিগত ২২ রানে মাশরাফির বলে আউট হন মোহাম্মদ নাঈম, আরেক পেসার আল আমিন হোসেনের শিকারে পরিণত হন নাঈমের সঙ্গী মাহমুদুল হাসান জয় (৬)।
তবে তৃতীয় উইকেটে আবাহনীকে পথ দেখান আফিফ হোসেন আর নাজমুল হোসেন শান্ত। ৭ চার এক ছক্কায় ৭২ বলে ৬২ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে মুক্তার আলীর বলে বোল্ড হন আফিফ। তবে অধিনায়ক মোসাদ্দেককে নিয়ে আবাহনীকে বড় সংগ্রহের পথে রাখেন শান্ত। দুজনই অবশ্য সাকিব আল হাসানের শিকারে পরিণত হয়ে ফেরেন। ১৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন শান্ত। ২৮ রান করেন মোসাদ্দেক।
শেষ ১০ ওভারে তৌহিদ হৃদয়-মোহাম্মদ সাইফউদ্দীন-জাকের আলী অনিকের তিনটি কার্যকরী ইনিংস আবাহনীকে বড় সংগ্রহ এনে দেয়। হৃদয় ১৬ বলে ২৪, সাইফউদ্দীন ২৭ বলে অপরাজিত ৩০ আর জাকের ৮ বলে ১৩ রান করেন। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। টানা দুই হারের পর সুপার লিগে প্রথম জয় পেয়েছে আবাহনী।
আবাহনী লিমিটেডের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দলীয় ১০০ রানের আগেই ৫ উইকেট হারানো রূপগঞ্জ শেষ পর্যন্ত ম্যাচটা হারে ৮১ রানে। তবে শুরুতে দলকে মোটামুটি ভালো একটা সূচনা এনে দেন দুই ওপেনার। আবাহনীর বড় লক্ষ্যে মাথায় রেখে এদিন রকিবুল হাসানের সঙ্গে ওপেনিংয়ে উঠে আসেন সাব্বির রহমান।
দুই ওপেনার থেকে ৪৭ রানের জুটি পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ৩১ বলে ৩ চার এক ছক্কায় ২৭ রান করেন রকিবুল। শুরতে কিছুটা নড়বড়ে থাকা সাব্বির থিতু হয়ে বড় ইনিংসের আশা জাগিয়েও হতাশ করেন। ৫ চার এক ছক্কায় সাব্বিরের ব্যাট থেকে আসে ৪৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। সাকিব আল হাসান ৩, দুর্দান্ত ফর্মে থাকা নাঈম ইসলাম ৭ আর উইকেট কিপার ব্যাটার ইরফান শুক্কর আউট হন এক রানে।
১০ বলে ৯ রান মাশরাফি বিন মর্তুজাও আউট হয়ে গেলে হারের প্রহর গুনতে থাকে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে তানভীর হায়দারকে নিয়ে লড়াই জমানোর আভাস দেন ভারতীয় ব্যাটার চিরাগ জানি। দুজনের ৫৪ রানের জুটি ভাঙে চিরাগের ৪৮ রানের বিদায়ে। এরপর মুক্তার আলীকে ৪০ রানের আরেকটি জুটি গড়েন তানভীর। এ দুটো জুটি রূপগঞ্জের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ২২ রান করেন মুক্তার। ১৯৩ রানে মুক্তারের বিদায়ের পর দূত শেষ দুই উইকেট হারিয়ে ১৯৮ রানে অলআউট হয় রূপগঞ্জ। ৩৬ রান নিয়ে অপরাজিত থাকেন তানভীর। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে সুপার লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে বড় সংগ্রহই দিয়েছিল আবাহনী। মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৯ রান করে বর্তমান চ্যাম্পিয়নরা। অনেকটা কোণঠাসা অবস্থায় থেকে এ ম্যাচে খেলতে নামে আবাহনী। সুপার লিগ পর্বে নিজেদের আগের দুটি ম্যাচই হেরেছিল মোসাদ্দেকের দল। টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী আজও শুরুটা ভালো করতে পারেনি। ৩০ রানের মধ্যে দুই ওপেনার ড্রেসিংরুমের পথ ধরেন। ব্যক্তিগত ২২ রানে মাশরাফির বলে আউট হন মোহাম্মদ নাঈম, আরেক পেসার আল আমিন হোসেনের শিকারে পরিণত হন নাঈমের সঙ্গী মাহমুদুল হাসান জয় (৬)।
তবে তৃতীয় উইকেটে আবাহনীকে পথ দেখান আফিফ হোসেন আর নাজমুল হোসেন শান্ত। ৭ চার এক ছক্কায় ৭২ বলে ৬২ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে মুক্তার আলীর বলে বোল্ড হন আফিফ। তবে অধিনায়ক মোসাদ্দেককে নিয়ে আবাহনীকে বড় সংগ্রহের পথে রাখেন শান্ত। দুজনই অবশ্য সাকিব আল হাসানের শিকারে পরিণত হয়ে ফেরেন। ১৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন শান্ত। ২৮ রান করেন মোসাদ্দেক।
শেষ ১০ ওভারে তৌহিদ হৃদয়-মোহাম্মদ সাইফউদ্দীন-জাকের আলী অনিকের তিনটি কার্যকরী ইনিংস আবাহনীকে বড় সংগ্রহ এনে দেয়। হৃদয় ১৬ বলে ২৪, সাইফউদ্দীন ২৭ বলে অপরাজিত ৩০ আর জাকের ৮ বলে ১৩ রান করেন। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। টানা দুই হারের পর সুপার লিগে প্রথম জয় পেয়েছে আবাহনী।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
১০ মিনিট আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
৩১ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
২ ঘণ্টা আগে