ইনিংস পরাজয়ের লজ্জাটাই এড়াতে পারল ভারত

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১: ৪৮
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬: ৪১
ঋষভ পন্তকে ফেরানোর পর মিচেল স্টার্কের উদযাপন। ভারত গোলাপি বলের টেস্টে হেরেছে ১০ উইকেটে। ছবি: ক্রিকইনফো

পার্থ থেকে অ্যাডিলেড-ভেন্যু বদলানোর সঙ্গে বদলে গেল বলের রং। ভারতেরও রূপ পাল্টে গেল মুহূর্তেই। সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার সামনে চোখে রীতিমতো অন্ধকার দেখেছে ভারত। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে এশিয়ার দলটি কেবল ইনিংস পরাজয়ই এড়াতে পেরেছে।

সিরিজে সমতায় ফিরতে অস্ট্রেলিয়ার সামনে অ্যাডিলেডে লক্ষ্য ছিল ১৯ রান। অজিদের এই মামুলি লক্ষ্য তাড়া করতে লেগেছে কেবল ২০ বল। গোলাপি বলের টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। নাথান ম্যাকসুইনি ও উসমান খাজা করেন ১০ ও ৯ রান। ম্যাকসুইনি মেরেছেন ২ চার। একটি চার এসেছে খাজার ব্যাট থেকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। তাদের নামের পাশে ২৪ ওভার। দিনের খেলা শুরুর প্রথম ওভারেই সফরকারীরা হারায় ঋষভ পন্তের উইকেট। ২৫তম ওভারের শেষ বলে পন্তকে ফেরান মিচেল স্টার্ক। ৩১ বলে ২৮ রান করা পন্ত ফিরলে ভারতের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১২৮ রান। তখনো তারা ২৯ রানে পিছিয়ে।

২৫ রানের ব্যবধানে ভারত আরও ২ উইকেট হারালে ভারতের সামনে তৈরি হয় ইনিংস পরাজয়ের শঙ্কা। কারণ, ৮ উইকেটে ১৫৩ রানে পরিণত হওয়া ভারত বাকি ৪ রানের আগেই যে গুটিয়ে যাবে না, সেটার কি কোনো নিশ্চয়তা আছে! এমন বিপর্যস্ত অবস্থায় ভারতকে লিড এনে দিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। ৩৫তম ওভারের তৃতীয় বলে স্কট বোল্যান্ডকে মিড অন দিয়ে চার মেরে নীতিশ ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন ভারতকে।

ইনিংস পরাজয় এড়ানোর পর ভারত আর ইনিংস বড় করতে পারেনি। সফরকারীরা ৩৬.৫ ওভারে ১৭৫ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন রেড্ডি। ৪৭ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা। অস্ট্রেলিয়ার সেরা বোলার প্যাট কামিন্স নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এই নিয়ে ইনিংসে ১৩ বার নিয়েছেন ৫ উইকেট।

এই ম্যাচ দিয়েই টেস্টে অধিনায়ক হয়ে ফিরেছেন রোহিত শর্মা। ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে গেলেও অফফর্মের বৃত্ত থেকে বের হতে পারছেন না। প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেছেন ৩ ও ৬ রান।

সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে ভারত অলআউট হয়েছে ১৮০ রানে। এই ইনিংসেই মিচেল স্টার্ক তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন। ৪৮ রানে নিয়েছেন ৬ উইকেট।

অস্ট্রেলিয়া এরপর তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১৪০ রান করেন ট্রাভিস হেড। ১৪১ বলের ইনিংসে মেরেছেন ১৭ চার ও ৪ ছক্কা। তিনিই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ভারতের জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত