ক্রীড়া ডেস্ক
জসপ্রীত বুমরা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দীর্ঘদিন। পিঠের চোট বেশ ভোগাচ্ছে বুমরাকে। আর বিশ্বকাপের সময়ও এগিয়ে আসছে। ভারতীয় এই পেসারকে বিশ্বকাপের দলে নেওয়ার জন্য চলছে বেশ আলাপ-আলোচনা। এখানেই পাকিস্তানের এক ভুলের প্রসঙ্গ উল্লেখ করেছেন রবি শাস্ত্রী।
২০২২ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে চোটে পড়েন শাহিন শাহ আফ্রিদি। জুলাইয়ে গল টেস্টে ডাইভ দিতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় শাহিনের। এরপর তিন মাস বিরতির পর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপের ফাইনালে আবারও চোটে পড়েন। হ্যারি ব্রুকের ক্যাচ লং অফে পিছলে ধরতে গিয়ে যন্ত্রণায় কাতড়াতে থাকেন শাহিন। ফাইনালের বাকি অংশটুকু তো খেলতেই পারেননি, এমনকি চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে।
অন্যদিকে গত এক বছরে বুমরাকে ছাড়াই ভারত খেলেছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই তিনটিতেই ভারত হেরেছে। মাঝে তাঁর ফেরার কথা শোনা গেলেও পুনর্বাসনে পাঠানো হয়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় এই পেসারকে নিয়ে শাহিনের মতো ভুল না করার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী, ‘সে (বুমরা) খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে তাকে যদি বিশ্বকাপের জন্য তড়িঘড়ি করে আনা হয়, তাহলে এরপর চার মাস তাঁকে পাওয়া না-ও যেতে পারে। শাহিন আফ্রিদির সঙ্গেও তেমনটা হয়েছিল। এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের ফাইনাল ১৯ নভেম্বর। গত বিশ্বকাপের মতোই হবে এবারের বিশ্বকাপ। ১০ দলের বিশ্বকাপে ম্যাচ হবে ৪৮টি। কমপক্ষে ভারতের ১২টি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ২৭ জুন সূচি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে আইসিসি।
জসপ্রীত বুমরা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দীর্ঘদিন। পিঠের চোট বেশ ভোগাচ্ছে বুমরাকে। আর বিশ্বকাপের সময়ও এগিয়ে আসছে। ভারতীয় এই পেসারকে বিশ্বকাপের দলে নেওয়ার জন্য চলছে বেশ আলাপ-আলোচনা। এখানেই পাকিস্তানের এক ভুলের প্রসঙ্গ উল্লেখ করেছেন রবি শাস্ত্রী।
২০২২ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে চোটে পড়েন শাহিন শাহ আফ্রিদি। জুলাইয়ে গল টেস্টে ডাইভ দিতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় শাহিনের। এরপর তিন মাস বিরতির পর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপের ফাইনালে আবারও চোটে পড়েন। হ্যারি ব্রুকের ক্যাচ লং অফে পিছলে ধরতে গিয়ে যন্ত্রণায় কাতড়াতে থাকেন শাহিন। ফাইনালের বাকি অংশটুকু তো খেলতেই পারেননি, এমনকি চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে।
অন্যদিকে গত এক বছরে বুমরাকে ছাড়াই ভারত খেলেছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই তিনটিতেই ভারত হেরেছে। মাঝে তাঁর ফেরার কথা শোনা গেলেও পুনর্বাসনে পাঠানো হয়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় এই পেসারকে নিয়ে শাহিনের মতো ভুল না করার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী, ‘সে (বুমরা) খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে তাকে যদি বিশ্বকাপের জন্য তড়িঘড়ি করে আনা হয়, তাহলে এরপর চার মাস তাঁকে পাওয়া না-ও যেতে পারে। শাহিন আফ্রিদির সঙ্গেও তেমনটা হয়েছিল। এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের ফাইনাল ১৯ নভেম্বর। গত বিশ্বকাপের মতোই হবে এবারের বিশ্বকাপ। ১০ দলের বিশ্বকাপে ম্যাচ হবে ৪৮টি। কমপক্ষে ভারতের ১২টি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ২৭ জুন সূচি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে আইসিসি।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৩ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৪ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৬ ঘণ্টা আগে