ক্রীড়া ডেস্ক
শেষ পর্যন্ত ওয়ানডেতে জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। ব্রিজটাউনে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানরা। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
এক দিনের ক্রিকেটে ৯ ম্যাচ পর জয় পেল ক্যারিবিয়ানরা। পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিতে ধবলধোলাই হয়েছিল উইন্ডিজ। সেই ক্ষত নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় তারা। তবে এবার অতীতের পুনরাবৃত্তি হয়নি। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ওয়ানডেতে টানা পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল উইন্ডিজ।
২০১৪ সালের জুনে হ্যামিল্টনে শেষবার নিউজিল্যান্ডকে হারাতে পেরেছিল ক্যারিবিয়ানরা। ৮ বছর পর পেল আরেকটি জয়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৯০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান। ক্যারিবিয়ানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন ও আলঝারি জোসেফ। ২ উইকেট নেন জেসন হোল্ডার।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শামারা ব্রুকসের ফিফটিতে ৩৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। ৫ উইকেটে ১৯৩ রান করে তারা। ৭৯ রান করেন ব্রুকস। দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি নিয়েছেন ২টি করে উইকেট।
শেষ পর্যন্ত ওয়ানডেতে জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। ব্রিজটাউনে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানরা। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
এক দিনের ক্রিকেটে ৯ ম্যাচ পর জয় পেল ক্যারিবিয়ানরা। পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিতে ধবলধোলাই হয়েছিল উইন্ডিজ। সেই ক্ষত নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় তারা। তবে এবার অতীতের পুনরাবৃত্তি হয়নি। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ওয়ানডেতে টানা পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল উইন্ডিজ।
২০১৪ সালের জুনে হ্যামিল্টনে শেষবার নিউজিল্যান্ডকে হারাতে পেরেছিল ক্যারিবিয়ানরা। ৮ বছর পর পেল আরেকটি জয়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৯০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান। ক্যারিবিয়ানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন ও আলঝারি জোসেফ। ২ উইকেট নেন জেসন হোল্ডার।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শামারা ব্রুকসের ফিফটিতে ৩৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। ৫ উইকেটে ১৯৩ রান করে তারা। ৭৯ রান করেন ব্রুকস। দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি নিয়েছেন ২টি করে উইকেট।
আইসিসি ইভেন্টের নকআউট পর্বে পা হড়কানো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন কিছু নয়। চাপ সামলাতে না পারায় লাহোরে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে প্রোটিয়ারা ৫০ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালে বিদায়ঘণ্টা...
২৭ মিনিট আগেআচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
১ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১১ ঘণ্টা আগে