ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে এবার ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে অনেকবার। বিশেষ করে, মেলবোর্ন ও সিডনিতে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টের অবস্থা ‘কুরুক্ষেত্রের’ মতোই ছিল। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ভারতের আচরণের কড়া ভাষায় সমালোচনা করেন। জবাব দিতে ছাড়েননি গৌতম গম্ভীরও।
জসপ্রীত বুমরার সঙ্গে স্যাম কনস্টাসের পরশু সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের প্রথম দিনে কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। যেখানে উসমান খাজার উইকেট নেওয়ার পর নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কনস্টাসের দিকে বুমরা তেড়ে গিয়েছিলেন। কনস্টাস-বুমরার মধ্যে ঝগড়া থামাতে আম্পায়ারদের এগিয়ে আসতে হয়েছিল। ম্যাকডোনাল্ড গতকাল ভারতের এমন আচরণ নিয়ে তোপ দেগেছিলেন। আজ তৃতীয় দিনে ম্যাচ শেষে গম্ভীর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিয়েছেন। ভারতের প্রধান কোচ বলেন, ‘দেখুন। এটা কঠিন খেলা। মানসিকভাবে শক্ত লোকেরাই খেলেন। আপনি অতটা নরম হতে পারবেন না। এটা খুবই সাধারণ ঘটনা। এখানে ভয়ংকর কিছু ছিল বলে তো আমি মনে করি না।’
অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বোর্ডার-গাভাস্কার ট্রফি তো ভারত খুইয়েছে। একই সঙ্গে এশিয়ার দলটি ছিটকে গেছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও। স্বাভাবিকভাবে গম্ভীরের হতাশা একটু বেশি কাজ করেছে। একারণে তিনি অস্ট্রেলিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বারবার। ভারতের প্রধান কোচ বলেন, ‘যখন উসমান খাজা সময় নিচ্ছিল, তার (কনস্টাস) কোনো অধিকারই ছিল না জসপ্রীত বুমরার সঙ্গে কথা বলার। বুমরার সঙ্গে তর্কে তার (কনস্টাস) জড়ানোর কোনো মানেই হয় না। আম্পায়ার এবং অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের কাজ সেটা।’
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু কনস্টাসের। সেই ম্যাচে কনস্টাসকে ধাক্কা মেরেছিলেন বিরাট কোহলি। কনস্টাস-কোহলির মধ্যেও হয়েছিল তুমুল ঝগড়া। পরে কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নামের পাশে জুটেছিল একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসিকে ধুয়েও দিয়েছিলেন তখন মার্ক ওয়াহ-রিকি পন্টিংরা। গম্ভীর বলেন, ‘আমার মতে এটা নিয়ে বেশি ঝামেলা করা উচিত না। এমন না যে এসব ঘটনা এই সিরিজে হয়েছে। অতীতে এমন ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার অতীতে এসব করেছে। এসব ব্যাপারে আমরা শুধু বড় ইস্যু তৈরি করছি।’
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে এবার ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে অনেকবার। বিশেষ করে, মেলবোর্ন ও সিডনিতে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টের অবস্থা ‘কুরুক্ষেত্রের’ মতোই ছিল। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ভারতের আচরণের কড়া ভাষায় সমালোচনা করেন। জবাব দিতে ছাড়েননি গৌতম গম্ভীরও।
জসপ্রীত বুমরার সঙ্গে স্যাম কনস্টাসের পরশু সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের প্রথম দিনে কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। যেখানে উসমান খাজার উইকেট নেওয়ার পর নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কনস্টাসের দিকে বুমরা তেড়ে গিয়েছিলেন। কনস্টাস-বুমরার মধ্যে ঝগড়া থামাতে আম্পায়ারদের এগিয়ে আসতে হয়েছিল। ম্যাকডোনাল্ড গতকাল ভারতের এমন আচরণ নিয়ে তোপ দেগেছিলেন। আজ তৃতীয় দিনে ম্যাচ শেষে গম্ভীর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিয়েছেন। ভারতের প্রধান কোচ বলেন, ‘দেখুন। এটা কঠিন খেলা। মানসিকভাবে শক্ত লোকেরাই খেলেন। আপনি অতটা নরম হতে পারবেন না। এটা খুবই সাধারণ ঘটনা। এখানে ভয়ংকর কিছু ছিল বলে তো আমি মনে করি না।’
অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বোর্ডার-গাভাস্কার ট্রফি তো ভারত খুইয়েছে। একই সঙ্গে এশিয়ার দলটি ছিটকে গেছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও। স্বাভাবিকভাবে গম্ভীরের হতাশা একটু বেশি কাজ করেছে। একারণে তিনি অস্ট্রেলিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বারবার। ভারতের প্রধান কোচ বলেন, ‘যখন উসমান খাজা সময় নিচ্ছিল, তার (কনস্টাস) কোনো অধিকারই ছিল না জসপ্রীত বুমরার সঙ্গে কথা বলার। বুমরার সঙ্গে তর্কে তার (কনস্টাস) জড়ানোর কোনো মানেই হয় না। আম্পায়ার এবং অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের কাজ সেটা।’
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু কনস্টাসের। সেই ম্যাচে কনস্টাসকে ধাক্কা মেরেছিলেন বিরাট কোহলি। কনস্টাস-কোহলির মধ্যেও হয়েছিল তুমুল ঝগড়া। পরে কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নামের পাশে জুটেছিল একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসিকে ধুয়েও দিয়েছিলেন তখন মার্ক ওয়াহ-রিকি পন্টিংরা। গম্ভীর বলেন, ‘আমার মতে এটা নিয়ে বেশি ঝামেলা করা উচিত না। এমন না যে এসব ঘটনা এই সিরিজে হয়েছে। অতীতে এমন ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার অতীতে এসব করেছে। এসব ব্যাপারে আমরা শুধু বড় ইস্যু তৈরি করছি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছুটছে রংপুর রাইডার্সে জয়রথ। বিপরীতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হারের চাকা কিছুতেই থামছে না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল টানা...
১ ঘণ্টা আগেদুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারল ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদে আল-আউওয়াল পার্কে রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান।
৫ ঘণ্টা আগেপ্রথম দুই ম্যাচে শাহিন শাহ আফ্রিদিও হয়তো নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না। প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে পাননি উইকেট। পরের ম্যাচে ৩ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে মিরপুরে প্রথম পর্বে সুবিধা করতে না পারলেও সিলেট পর্বে ছন্দ খুঁজে পেতে শুরু করেছেন পাকিস্তানি পেসার। গতকাল নিজেদের তৃ
৫ ঘণ্টা আগেবিপিএলের সিলেট পর্বে গতকাল প্রথম ম্যাচেই হয়েছিল ছক্কা রেকর্ড। সিলেট স্ট্রাইকার্স-রংপুরের রাইডার্সের ম্যাচে ছক্কা হয়েছে ৩১ টি। বিপিএলের ইতিহাসে কোনো ম্যাচে এটি সর্বোচ্চ ছক্কা রেকর্ড। প্রথম ম্যাচে এ ব্যাপারে কেউ কিছু না বললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই তামিম ইকবালের চোখে ধরা পড়ল—মাঠের ছোট বাউন্ডারি।
৭ ঘণ্টা আগে