সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৪১ রান 

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। পেসার শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২৪০ রানের বেশি করতে পারেনি। ম্যাচটি জিততে পারলে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওভারেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের শর্ট লেংথের বল কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন ওপেনার কমুনহুকামউই (১)। আরেক ওপেনার মারুমানিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হন এ ওপেনার। জিম্বাবুয়ের রান তখন ৩৩। 

তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন রেজিস চাকাভা ও ব্রেন্ডন টেলর। বেশ সাবধানেই খেলতে থাকেন তাঁরা। তবে তাঁদের বেশি দূর এগোতে দেননি সাকিব আল হাসান। ২৬ রান করা চাকাভাকে বোল্ড করে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব। 

ডিওন মায়ার্স ও টেলর চতুর্থ উইকেট জুটিতে বড় কিছু করার আভাস দিয়েও পারেননি। দারুণ খেলতে থাকা টেলর হিট উইকেটে আউট হন। শরিফুলের করা বাউন্সারটি ছেড়ে দেন টেলর। তখনই ব্যাট স্টাম্পে লাগলে হিট উইকেট হন টেলর (৪৬)। উইকেটে থিতু হওয়া মায়ার্সকে ৩৪ রানে ফেরান সাকিব। জিম্বাবুয়ের রান তখন ৫ উইকেটে ১৪৬ রান। 

ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ৬৩ রানে জুটি গড়ে মাধিভেরে। এর মাঝে ফিটটিও তুলে নেন মাধিভেরে। এরপর অবশ্য তাকে আর ডানা মেলতে দেননি শরিফুল। তামিমের দুর্দান্ত ক্যাচে ৫৬ রান করে আউট হন মাধিভেরে। 

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে সংগ্রহটা বেশি বড় পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে জিম্বাবুয়ে। ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার শরিফুল। সাকিব নেন ২ উইকেট। সাইফউদ্দিন, তাসকিন ও মিরাজ প্রত্যেকেই নেন একটি করে উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত