নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় আট মাস পর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন-ভাতা এখনো প্রকাশ করেনি। তবে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ক্রিকেটারদের বেতনকাঠামোর কিছুটা ধারণা দিয়েছেন সাংবাদিকদের।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘ক্রিকেটারদের বেতন ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ প্লাস, এ, বি, সি, ডি—এমন ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন নির্ধারিত হবে। ম্যাচের ওপর নির্ভর করবে। যে বেশি খেলবে তাকে “এ প্লাস” ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে। এ প্লাস ক্যাটাগরিতে যারা থাকবে, তাদের বেতন হবে ৮ লাখেরও বেশি।’
ক্রিকেটারদের যে বেতন বেড়েছে, সেটি গত জুনেই জানিয়েছিলেন বিসিবির শীর্ষ কর্তারা। ২০১৭ সালে ‘এ’ প্লাস শ্রেণিতে ক্রিকেটাররা মাসে বেতন পেতেন ৪ লাখ টাকা। ২০১৯ সালেও একই হারে বেতন পেতেন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা। তবে তখন সংস্করণ অনুযায়ী বেতন দিত না বিসিবি। ২০২০ সালে এসে মুশফিকদের মাসে বেতন বাড়ে ২ লাখ টাকা। তবে শর্তও বেঁধে দেয় বিসিবি, লাল ও সাদা–দুই বলের ক্রিকেটই খেলতে হবে। এবার তো বেতন বাড়ল আরও ২ লাখ। তবে এবারও শর্ত আছে। তিন সংস্করণেই খেলবেন এমন ক্রিকেটাররা ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকবেন।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকতে পারেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটাররা। গত বছর এ ‘প্লাস’ শ্রেণিতে ছিলেন মুশফিক-তামিম। দুই বলের চুক্তিতে থাকায় তাঁদের বেতন ছিল ৬ লাখ টাকা। এবার অবশ্য তামিম টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে নেই। মুশফিক তিন সংস্করণের চুক্তিতে আছেন। এ প্লাস শ্রেণিতে থাকা মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারের বেতন নিশ্চিতভাবেই এবার ৮ লাখ ছাড়াবে। একই হারে অন্যান্য ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও বাড়বে। তবে কে কয়টা সংস্করণ খেলছেন সেই হিসাবও হবে একই সঙ্গে। সাকিবদের বেতন বাড়লেও ম্যাচ ফি বাড়ছে কি না, সেটি অবশ্য জানা যায়নি।
বেতন বাড়ানোর পেছনে ক্রিকেটারদের আর্থিকভাবে আরও সক্ষম করে তোলার বিষয়টি তো আছেই, সঙ্গে আছে পারফরম্যান্স বাড়ানোর চেষ্টাও। যেমন এখন এক সংস্করণে থাকা কোনো ক্রিকেটার যদি ভালো খেলে দুটি সংস্করণে খেলার যোগ্যতা অর্জন করে নেন, সে ক্ষেত্রে তাঁর বেতনও বেড়ে যাবে।
কেন্দ্রীয় চুক্তিতে কিছুটা বিস্ময় হয়ে এসেছে শরিফুল ইসলামের নাম। মাত্র চার মাস আগে অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার আছেন তিন সংস্করণের চুক্তিতেই। তবে তিন সংস্করণে থাকলেও আকরাম বলেছেন, শরিফুলের বেতন হতে পারে ২ লাখ টাকা।
প্রায় আট মাস পর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন-ভাতা এখনো প্রকাশ করেনি। তবে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ক্রিকেটারদের বেতনকাঠামোর কিছুটা ধারণা দিয়েছেন সাংবাদিকদের।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘ক্রিকেটারদের বেতন ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ প্লাস, এ, বি, সি, ডি—এমন ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন নির্ধারিত হবে। ম্যাচের ওপর নির্ভর করবে। যে বেশি খেলবে তাকে “এ প্লাস” ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে। এ প্লাস ক্যাটাগরিতে যারা থাকবে, তাদের বেতন হবে ৮ লাখেরও বেশি।’
ক্রিকেটারদের যে বেতন বেড়েছে, সেটি গত জুনেই জানিয়েছিলেন বিসিবির শীর্ষ কর্তারা। ২০১৭ সালে ‘এ’ প্লাস শ্রেণিতে ক্রিকেটাররা মাসে বেতন পেতেন ৪ লাখ টাকা। ২০১৯ সালেও একই হারে বেতন পেতেন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা। তবে তখন সংস্করণ অনুযায়ী বেতন দিত না বিসিবি। ২০২০ সালে এসে মুশফিকদের মাসে বেতন বাড়ে ২ লাখ টাকা। তবে শর্তও বেঁধে দেয় বিসিবি, লাল ও সাদা–দুই বলের ক্রিকেটই খেলতে হবে। এবার তো বেতন বাড়ল আরও ২ লাখ। তবে এবারও শর্ত আছে। তিন সংস্করণেই খেলবেন এমন ক্রিকেটাররা ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকবেন।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকতে পারেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটাররা। গত বছর এ ‘প্লাস’ শ্রেণিতে ছিলেন মুশফিক-তামিম। দুই বলের চুক্তিতে থাকায় তাঁদের বেতন ছিল ৬ লাখ টাকা। এবার অবশ্য তামিম টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে নেই। মুশফিক তিন সংস্করণের চুক্তিতে আছেন। এ প্লাস শ্রেণিতে থাকা মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারের বেতন নিশ্চিতভাবেই এবার ৮ লাখ ছাড়াবে। একই হারে অন্যান্য ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও বাড়বে। তবে কে কয়টা সংস্করণ খেলছেন সেই হিসাবও হবে একই সঙ্গে। সাকিবদের বেতন বাড়লেও ম্যাচ ফি বাড়ছে কি না, সেটি অবশ্য জানা যায়নি।
বেতন বাড়ানোর পেছনে ক্রিকেটারদের আর্থিকভাবে আরও সক্ষম করে তোলার বিষয়টি তো আছেই, সঙ্গে আছে পারফরম্যান্স বাড়ানোর চেষ্টাও। যেমন এখন এক সংস্করণে থাকা কোনো ক্রিকেটার যদি ভালো খেলে দুটি সংস্করণে খেলার যোগ্যতা অর্জন করে নেন, সে ক্ষেত্রে তাঁর বেতনও বেড়ে যাবে।
কেন্দ্রীয় চুক্তিতে কিছুটা বিস্ময় হয়ে এসেছে শরিফুল ইসলামের নাম। মাত্র চার মাস আগে অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার আছেন তিন সংস্করণের চুক্তিতেই। তবে তিন সংস্করণে থাকলেও আকরাম বলেছেন, শরিফুলের বেতন হতে পারে ২ লাখ টাকা।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
২১ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে