ক্রীড়া ডেস্ক
২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ ইস্যুতে আলাপ-আলোচনা যেন থামার নামই নিচ্ছে না। ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা প্রায়ই পাল্টাপাল্টি মন্তব্য করছেন। এবার বিশ্বকাপের দর্শক নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ রাজা। পাকিস্তান না খেললে বিশ্বকাপের দর্শক কারা হবে সে ব্যাপারে একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করিয়েছেন রমিজ।
গত মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের এক মন্তব্য নিয়েই মূলত আলোচনার সূত্রপাত। বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এরপর থেকে কথার লড়াইয়ে ভারতীয়দের ওপর চড়াও হন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানিদের বক্তব্য, ২০২৩ বিশ্বকাপ খেলতে তারা (পাকিস্তান) ভারতে যাবেন না।
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে সহমত পোষণ করেছেন রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তান না খেললে বিশ্বকাপ কে দেখবে? যদি তারা (ভারতীয় ক্রিকেট দল) এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, আমরাও ভারতে যাব না বিশ্বকাপ খেলতে। আমরা এই ব্যাপারে খুবই স্পষ্ট।’
চলতি বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলেছে পাকিস্তান। রমিজের মতে, তাতে বিশ্বকে পাকিস্তান নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। পিসিবি চেয়ারম্যান বলেন,‘এশিয়া কাপ ফাইনাল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলে বিশ্বকে আমাদের সামর্থ্যের জানান দিয়েছি। চেয়ারম্যান হিসেবে আমি সবসময়ই চাই আমার দল জিতুক। আমরা ভারতকে এক বছরে দুটো বড় টুর্নামেন্টে হারিয়েছি।’
২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ ইস্যুতে আলাপ-আলোচনা যেন থামার নামই নিচ্ছে না। ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা প্রায়ই পাল্টাপাল্টি মন্তব্য করছেন। এবার বিশ্বকাপের দর্শক নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ রাজা। পাকিস্তান না খেললে বিশ্বকাপের দর্শক কারা হবে সে ব্যাপারে একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করিয়েছেন রমিজ।
গত মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের এক মন্তব্য নিয়েই মূলত আলোচনার সূত্রপাত। বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এরপর থেকে কথার লড়াইয়ে ভারতীয়দের ওপর চড়াও হন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানিদের বক্তব্য, ২০২৩ বিশ্বকাপ খেলতে তারা (পাকিস্তান) ভারতে যাবেন না।
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে সহমত পোষণ করেছেন রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তান না খেললে বিশ্বকাপ কে দেখবে? যদি তারা (ভারতীয় ক্রিকেট দল) এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, আমরাও ভারতে যাব না বিশ্বকাপ খেলতে। আমরা এই ব্যাপারে খুবই স্পষ্ট।’
চলতি বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলেছে পাকিস্তান। রমিজের মতে, তাতে বিশ্বকে পাকিস্তান নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। পিসিবি চেয়ারম্যান বলেন,‘এশিয়া কাপ ফাইনাল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলে বিশ্বকে আমাদের সামর্থ্যের জানান দিয়েছি। চেয়ারম্যান হিসেবে আমি সবসময়ই চাই আমার দল জিতুক। আমরা ভারতকে এক বছরে দুটো বড় টুর্নামেন্টে হারিয়েছি।’
পার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৯ মিনিট আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
৩৫ মিনিট আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
২ ঘণ্টা আগে