Ajker Patrika

ভারতীয় তরুণ ক্রিকেটারের সঙ্গে পান্ডিয়ার কেন ‘যুদ্ধ’ লেগেছিল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৭: ০৪
সাই কিশোরের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ‘যুদ্ধ’ বাধার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ছবি: ক্রিকইনফো
সাই কিশোরের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ‘যুদ্ধ’ বাধার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ছবি: ক্রিকইনফো

আইপিএলে অধিনায়কত্ব করার চাপটা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তার ওপর দলের গুরুত্বপূর্ণ সময়ে যদি রান না করতে পারেন, তাহলে মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে ভারতীয় তরুণ ক্রিকেটারের সঙ্গে লেগে গিয়েছিল পান্ডিয়ার।

গুজরাট টাইটান্সের দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে নেমে ১৪ ওভারে ৪ উইকেটে ১১২ রান ছিল মুম্বাই ইন্ডিয়ানসের। ১৫তম ওভারে বোলিংয়ে আসা গুজরাটের বাঁহাতি স্পিনার সাই কিশোরের প্রথম দুই বলে কোনো রানই নিতে পারলেন না পান্ডিয়া। তৃতীয় বলে পান্ডিয়া ফাইন লেগ দিয়ে মেরেছেন চার। চতুর্থ বলটা মুম্বাই অধিনায়ক সামনে এসে ডিফেন্ড করলেন। তখন পান্ডিয়ার দিকে সাই কিশোর এমনভাবে তাকালেন, মনে হচ্ছিল তাঁর (সাই কিশোর) চোখ থেকে আগুন বের হচ্ছে। পান্ডিয়ারও তখন মেজাজ গরম। স্টাম্প মাইকে স্পষ্ট বোঝা না গেলেও পান্ডিয়ার মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয়েছে বলে ধারণা। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই আম্পায়াররা এসে সাই কিশোর ও পান্ডিয়াকে থামালেন।

পান্ডিয়ার সঙ্গে মাঠে কী নিয়ে পরিস্থিতি উত্তপ্ত ঘটেছিল, ম্যাচ শেষে জিজ্ঞেস করা হয় সাই কিশোরকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাই কিশোর জানালেন, এটা মারাত্মক কিছু নয়। খেলারই একটা অংশ। ২৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার বলেন, ‘সে আমার খুব ভালো বন্ধু। মাঠে এমনটা হতেই পারে। মাঠে যে কেউ প্রতিপক্ষ হতে পারে। তবে আমরা এগুলো ব্যক্তিগতভাবে নিই না। আমরা দারুণ প্রতিদ্বন্দ্বী। খেলা এমনই হওয়া উচিত।’

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও গতকাল আশানুরূপ ছিল না মুম্বাই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট টাইটান্স ৮ উইকেটে ১৯৬ রান করেছে মুম্বাইয়ের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগে। বেশ কয়েকবার মুম্বাইয়ের ফিল্ডারদের হাত ফসকে বাউন্ডারি হয়েছে। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের ২৮ বলে ৪৮ রানের ইনিংস ছাড়া তেমন ইমপ্যাক্ট ইনিংস মুম্বাইয়ের কোনো ব্যাটার খেলতে পারেননি। অধিনায়ক পান্ডিয়া করেছেন ১৭ বলে ১১ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬০ রানে থেমে যায় মুম্বাই।

৩৬ রানে হারের পর পান্ডিয়া নিজেদের দায় স্বীকার করেছেন। মুম্বাই অধিনায়ক ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘কোথায় যে ভুল হয়েছে, সেটা খুঁজে বের করা কঠিন। ভুল অবশ্যই ছিল। আমরা মাঠে যথেষ্ট পেশাদার ছিলাম না। সেখানেই মূলত ২০-২৫ রানের ব্যবধান তৈরি হয়েছে।’

এবারের আইপিএলে গতকালই প্রথম খেলতে নেমেছেন পান্ডিয়া। নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে। আর গতকাল ৩৬ রানে হারের পর মুম্বাইয়ের নেট রানরেট -১.১৬৩। পয়েন্ট টেবিলে এখন তারা অবস্থান করছে ৯ নম্বরে।

মুম্বাই ইন্ডিয়ান্সের মতো রাজস্থান রয়্যালসও ২০২৫ আইপিএলে জয়ের দেখা পায়নি। পয়েন্ট তালিকার একেবারে তলানিতে (১০ নম্বরে) থাকা রাজস্থানের নেট রানরেট -১.৮৮২। গুয়াহাটিতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি হবে বিশাখাপত্তনমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত