নাজমুল আবেদীন ফাহিম
সাকিব আল হাসান আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। সবচেয়ে সেরা পারফরমার। সাকিবের সুযোগ হয়েছে বিশ্বজুড়ে, বিশ্ব ঘুরে খেলার। অনেক দলের হয়ে খেলার সুযোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে। সেখানে অনেক বড় বড় অধিনায়ক ও কোচের সঙ্গে ওঠা-বসার সুযোগ হয়েছে তার।
সাকিব যেহেতু ইতিমধ্যে দুটো সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) অধিনায়কত্ব করে। সে নিশ্চয়ই লক্ষ্য করেছে, স্বাভাবিকভাবে এটা আসবেই, অন্য দল কীভাবে পরিচালিত হয়। অধিনায়কেরা কীভাবে কাজ করে, কোচরা কীভাবে কাজ করে, সেখানে খেলোয়াড়েরা কিসের মধ্য দিয়ে যায়–সবকিছুর অভিজ্ঞতা সাকিবের মতো আর কারওই নেই।
বিশ্বে এখন যেসব অভিজ্ঞতম খেলোয়াড় আছে, তাদের মধ্যে হাতেগোনা দু-একজন আছে সাকিবের মতো। এসব কিছু বিবেচনা করলে, আমার মনে হয় তামিম ইকবাল না থাকায় সাকিবই একমাত্র এখন…। যেহেতু মুশফিকও অধিনায়কত্ব করছে না, রিয়াদের (মাহমুদউল্লাহ) ব্যাপারটা একরকম অনিশ্চিত। ও-ই (সাকিব) একমাত্র সেরা পছন্দ আমাদের দলের অধিনায়কত্ব করার জন্য।
অধিনায়কের হলো দুটি ব্যাপার। একটি হলো সাকিবের নিজের পারফরম্যান্স। আরেকটি হলো, সে দলকে কোথায় নিয়ে যেতে পারবে। সে হচ্ছে দলের মধ্যে ওই মানুষটা, যে দলটাকে সবচেয়ে ভালো পারফরম্যান্স করানোর যোগ্যতা যার আছে অধিনায়ক হিসেবে। সেই দিক থেকে আশা করছি, দল হিসেবে খেলা আদায় করতে পারবে এবং আমাদের এই বিশ্বকাপকে ঘিরে যে স্বপ্ন, সেটা সে পূরণ করতে পারবে। ভালো ক্রিকেট খেলতে পারবে।
আর ব্যক্তিগত পারফরম্যান্স বললে, ফিফটি ওভারে এটাই সম্ভবত ওর শেষ বিশ্বকাপ। নিশ্চয়ই ওর চেষ্টা থাকবে (ভালো কিছু করতে)। ও নিজে খেলার মধ্যে আছে, এখনো খেলছে। নিশ্চয় নিজেও কিছু চাইবে, ২০১৯ বিশ্বকাপে আমরা যেটা দেখেছিলাম। একটা লক্ষ্য নিশ্চয় সে স্থির করবে–একটা নিজের জন্য এবং দলের জন্য। আমার মনে হয় ভালো লাগবে।
সাকিব আল হাসান আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। সবচেয়ে সেরা পারফরমার। সাকিবের সুযোগ হয়েছে বিশ্বজুড়ে, বিশ্ব ঘুরে খেলার। অনেক দলের হয়ে খেলার সুযোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে। সেখানে অনেক বড় বড় অধিনায়ক ও কোচের সঙ্গে ওঠা-বসার সুযোগ হয়েছে তার।
সাকিব যেহেতু ইতিমধ্যে দুটো সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) অধিনায়কত্ব করে। সে নিশ্চয়ই লক্ষ্য করেছে, স্বাভাবিকভাবে এটা আসবেই, অন্য দল কীভাবে পরিচালিত হয়। অধিনায়কেরা কীভাবে কাজ করে, কোচরা কীভাবে কাজ করে, সেখানে খেলোয়াড়েরা কিসের মধ্য দিয়ে যায়–সবকিছুর অভিজ্ঞতা সাকিবের মতো আর কারওই নেই।
বিশ্বে এখন যেসব অভিজ্ঞতম খেলোয়াড় আছে, তাদের মধ্যে হাতেগোনা দু-একজন আছে সাকিবের মতো। এসব কিছু বিবেচনা করলে, আমার মনে হয় তামিম ইকবাল না থাকায় সাকিবই একমাত্র এখন…। যেহেতু মুশফিকও অধিনায়কত্ব করছে না, রিয়াদের (মাহমুদউল্লাহ) ব্যাপারটা একরকম অনিশ্চিত। ও-ই (সাকিব) একমাত্র সেরা পছন্দ আমাদের দলের অধিনায়কত্ব করার জন্য।
অধিনায়কের হলো দুটি ব্যাপার। একটি হলো সাকিবের নিজের পারফরম্যান্স। আরেকটি হলো, সে দলকে কোথায় নিয়ে যেতে পারবে। সে হচ্ছে দলের মধ্যে ওই মানুষটা, যে দলটাকে সবচেয়ে ভালো পারফরম্যান্স করানোর যোগ্যতা যার আছে অধিনায়ক হিসেবে। সেই দিক থেকে আশা করছি, দল হিসেবে খেলা আদায় করতে পারবে এবং আমাদের এই বিশ্বকাপকে ঘিরে যে স্বপ্ন, সেটা সে পূরণ করতে পারবে। ভালো ক্রিকেট খেলতে পারবে।
আর ব্যক্তিগত পারফরম্যান্স বললে, ফিফটি ওভারে এটাই সম্ভবত ওর শেষ বিশ্বকাপ। নিশ্চয়ই ওর চেষ্টা থাকবে (ভালো কিছু করতে)। ও নিজে খেলার মধ্যে আছে, এখনো খেলছে। নিশ্চয় নিজেও কিছু চাইবে, ২০১৯ বিশ্বকাপে আমরা যেটা দেখেছিলাম। একটা লক্ষ্য নিশ্চয় সে স্থির করবে–একটা নিজের জন্য এবং দলের জন্য। আমার মনে হয় ভালো লাগবে।
মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
১৬ মিনিট আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে