ক্রীড়া ডেস্ক
কয়েক মাস বাদেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির খেলা। এই মিনি বিশ্বকাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কি না, সে ব্যাপারে এখনো পরিষ্কার কোনো বার্তা আসেনি। টুর্নামেন্ট যত কােছ আসছে, পরিস্থিতি যেন আরও ঘোলাটে হচ্ছে।
বিভিন্ন সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা এবং দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, তারা পাকিস্তান সফরে যেতে চায় না, খেলতে চায় হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি। এদিকে ২৯ বছর পর দেশের মাঠে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের জন্য সব রকমের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে পাকিস্তান।
এর মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফি তাই ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের চিন্তাভাবনা চলছে বলে ভারতের সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছে। ভারতের ম্যাচগুলো দুবাই কিংবা শারজায় নেওয়ার চিন্তাভাবনা করছে পিসিবি! তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ খবরে ব্যাপক খেপেছে বলে জানিয়েছে। হাইব্রিড মডেলের প্রস্তাব নাকচ করে দিয়েছে দ্রুতই।
গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারকাজ পরিদর্শনকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘গত দুই মাস ধরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সফর করবে না ভারত। এ ব্যাপারে আমি আমার দলের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের অবস্থান পরিষ্কার: তাদের (ভারত) কোনো আপত্তি থাকলে সেটা লিখিত আকারে দিতে হবে।’
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারত অবশ্য কিছুটা বেকায়দায়। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলের কথা বললেও, এ ব্যাপারে এরই মধ্যে আপত্তি জানিয়েছে অন্য দলগুলো। ভারত বাদে বাকি সব দলই পাকিস্তানে খেলতে রাজি। কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়া হলেও সেটি মানবে না তারা। নাকভি বলেছেন, ‘এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমরা সেটি মানতে প্রস্তুত নই। ভারতীয় সংবাদমাধ্যম এটি নিয়ে খবর প্রকাশ করছে। তবে আনুষ্ঠানিকভাবে পিসিবির কাছে কোনো বার্তা পৌঁছায়নি।’
নাকভির মতে, অতীতে ভারতের প্রতি অনেকবার দারুণ উদারতা দেখিয়েছে পাকিস্তান। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলেও পাকিস্তান ঠিকই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছে। খেলাধুলায় রাজনীতিকে না জড়ানোর আহ্বান জানিয়েছেন পিসিবির প্রধান, ‘যদি ভারতের কাছ থেকে চিঠি পাই, তাহলে সেটা নিয়ে সরকারের কাছে যেতে হবে আমাকে এবং তাদের সিদ্ধান্ত মানতে হবে। পাকিস্তান অতীতে অসাধারণ উদারতা দেখিয়েছে ভারতকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যেন সব সময়ের মতো আমাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রত্যাশা না করে।’
নাকভির হুমকি, ভারত যদি পাকিস্তান সফর না করে, তবে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যাবে না ভারতে, ‘যদি তারা আসতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে যাবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। পিসিবি কোনো সিদ্ধান্ত নেবে না। ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখা উচিত। কোনো খেলাকেই রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। কোনো দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলাধুলায় রাজনীতিকে জড়ানো উচিত নয়।’
কয়েক মাস বাদেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির খেলা। এই মিনি বিশ্বকাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কি না, সে ব্যাপারে এখনো পরিষ্কার কোনো বার্তা আসেনি। টুর্নামেন্ট যত কােছ আসছে, পরিস্থিতি যেন আরও ঘোলাটে হচ্ছে।
বিভিন্ন সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা এবং দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, তারা পাকিস্তান সফরে যেতে চায় না, খেলতে চায় হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি। এদিকে ২৯ বছর পর দেশের মাঠে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের জন্য সব রকমের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে পাকিস্তান।
এর মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফি তাই ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের চিন্তাভাবনা চলছে বলে ভারতের সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছে। ভারতের ম্যাচগুলো দুবাই কিংবা শারজায় নেওয়ার চিন্তাভাবনা করছে পিসিবি! তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ খবরে ব্যাপক খেপেছে বলে জানিয়েছে। হাইব্রিড মডেলের প্রস্তাব নাকচ করে দিয়েছে দ্রুতই।
গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারকাজ পরিদর্শনকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘গত দুই মাস ধরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সফর করবে না ভারত। এ ব্যাপারে আমি আমার দলের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের অবস্থান পরিষ্কার: তাদের (ভারত) কোনো আপত্তি থাকলে সেটা লিখিত আকারে দিতে হবে।’
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারত অবশ্য কিছুটা বেকায়দায়। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলের কথা বললেও, এ ব্যাপারে এরই মধ্যে আপত্তি জানিয়েছে অন্য দলগুলো। ভারত বাদে বাকি সব দলই পাকিস্তানে খেলতে রাজি। কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়া হলেও সেটি মানবে না তারা। নাকভি বলেছেন, ‘এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমরা সেটি মানতে প্রস্তুত নই। ভারতীয় সংবাদমাধ্যম এটি নিয়ে খবর প্রকাশ করছে। তবে আনুষ্ঠানিকভাবে পিসিবির কাছে কোনো বার্তা পৌঁছায়নি।’
নাকভির মতে, অতীতে ভারতের প্রতি অনেকবার দারুণ উদারতা দেখিয়েছে পাকিস্তান। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলেও পাকিস্তান ঠিকই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছে। খেলাধুলায় রাজনীতিকে না জড়ানোর আহ্বান জানিয়েছেন পিসিবির প্রধান, ‘যদি ভারতের কাছ থেকে চিঠি পাই, তাহলে সেটা নিয়ে সরকারের কাছে যেতে হবে আমাকে এবং তাদের সিদ্ধান্ত মানতে হবে। পাকিস্তান অতীতে অসাধারণ উদারতা দেখিয়েছে ভারতকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যেন সব সময়ের মতো আমাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রত্যাশা না করে।’
নাকভির হুমকি, ভারত যদি পাকিস্তান সফর না করে, তবে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যাবে না ভারতে, ‘যদি তারা আসতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে যাবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। পিসিবি কোনো সিদ্ধান্ত নেবে না। ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখা উচিত। কোনো খেলাকেই রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। কোনো দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলাধুলায় রাজনীতিকে জড়ানো উচিত নয়।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে