Ajker Patrika

আম্পায়ারিং নিয়ে খেপলেন তামিম-সালাহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১০: ১৯
আম্পায়ারিং নিয়ে খেপলেন তামিম-সালাহ উদ্দিন

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক যেন নিয়মিত এক ইস্যু। ফলে টুর্নামেন্টগুলো বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণেও হয় প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সময় মাঠে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খেলোয়াড়দেরও। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচেও দেখ গেল তেমনই এক দৃশ্য। 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম রাউন্ডের ম্যাচে আগে ব্যাটিং পেয়ে নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহের পথে এগোচ্ছে আবাহনী। কিন্তু নাঈমের সেঞ্চুরির আগে সৃষ্টি হয় আম্পায়ারিং বিতর্কের। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় ও নাঈম তোলেন ১১০ রান। উইকেট পেতে সংগ্রাম করছিলেন প্রাইম ব্যাংকের বোলাররা। 

ইনিংসের ২৮তম ওভারে উইকেটের খোঁজে মরিয়া প্রাইম ব্যাংক বল তুলে দেয় মোহাম্মদ মিঠুনের হাতে। প্রথম বলটাই লাগে নাঈমের প্যাডে। প্রাইম ব্যাংকের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তখন ৬৪ বলে ৬৯ রানে ব্যাটিং করছিলেন নাঈম। তাতে প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন এবং তামিম ইকবালের মধ্যে দেখা দেয় অসন্তোষ। 

তামিম খেলোয়াড়দের জড়ো করেন। মনে হচ্ছিল মাঠ ছেড়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছিলেন তিনি! ফলে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। পরে অন-ফিল্ড আম্পায়ার ও তামিমের মধ্যে কিছু সময় কথা বলতে দেখা যায়। তারপর আবারও খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ১০৪ বলে ১০৫ রানে রেজাউর রহমান রাজার শিকার হন নাঈম। তাঁর ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছয়। 

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের পর সতীর্থদের এভাবে জড়ো করার নির্দেশ দেন তামিম। ছবি: সৌজন্যতার আগে বিজয়ের একটি রানআউট নিয়ে বিতর্ক না হলেও ভিডিও চিত্রে দেখা যায়, বক্সে বিজয়ের ব্যাট যাওয়ার আগেই স্টাম্প ভেঙে দেন প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক। কিন্তু রিভিউ পদ্ধতি না থাকায় সেটি নটআউট থেকে যায়। 

নাঈমের পাশাপাশি শান্ত ব্যাট হাতে এবারের ডিপিএলে প্রথম ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এক ম্যাচ খেললেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত