নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচে সেঞ্চুরিয়ন যেন পরিণত হয়েছিল এক টুকরো ঢাকায়। চিৎকার, গর্জন আর প্ল্যাকার্ড উঁচিয়ে সমর্থকেরা সাহস দিয়েছে সাকিব-তামিমদের। ম্যাচ শেষে গ্যালারিকে এক টুকরো ঢাকা উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় ভাসান অধিনায়ক তামিম ইকবাল।
আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের জয়ের কৃতিত্ব সমর্থকদের দিয়েছেন তামিম। বলেছেন, ‘আমরা বেশ ভাগ্যবান। পৃথিবীর যেখানেই আমরা খেলি না কেন, সমর্থকদের দিয়ে আমরা আমাদের প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারি। এটা বিশাল ব্যাপার। ক্রিকেটের ব্যাপারে আমরা খুবই আবেগী। আমরা দারুণ সমর্থন পেয়েছি। তারা আমাদের দ্বাদশ খেলোয়াড় ছিল।’
দলের এই জয়ে কোচদের কেমন ভূমিকা দেখছেন, জানতে চাইলে সাংবাদিকদের তামিম বলেন, ‘আমরা মনে হয় কোচরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের কাছে যে তথ্য ছিল তা তারা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে। পাশাপাশি এটাও বলতে হবে যে, এর আগে যারা কাজ করে গেছে তাদেরও এই সফলতার পেছনে অবদান আছে। ওদের কথাও ভুলে গেলে হবে না। আর যারা কাজ করছে তাদের তো অবশ্যই আছে। এটা দলীয় প্রচেষ্টার ফল। কোচিং স্টাফরাও এর অংশ। সবাই সবার কাজটা ঠিকঠাক করেছে দেখেই অর্জন।’
আগের দিন ম্যাচ ও সিরিজ সেরা তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম। গতকালও সতীর্থ পেসারের প্রশংসায় মেতেছেন ওয়ানডে অধিনায়ক। আইপিএল না খেলে তাসকিনের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তামিম বলেন, ‘আইপিএল তাসকিনের জন্য বিশাল একটি সুযোগ ছিল। সাধারণ এই প্ল্যাটফর্মে আমাদের দেশ থেকে খুব বেশি সুযোগ পাই না। সে সিরিজ খেলছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে সিরিজের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টা ও খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আর যে দুইটা ট্রফি সে পেয়েছে, আমার মনে হয় এর চেয়ে বেশি তৃপ্তি আর কোনো কিছুতে সে পেত। ভবিষ্যতে সে আশা করি আরও সুযোগ পাবে।’
বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচে সেঞ্চুরিয়ন যেন পরিণত হয়েছিল এক টুকরো ঢাকায়। চিৎকার, গর্জন আর প্ল্যাকার্ড উঁচিয়ে সমর্থকেরা সাহস দিয়েছে সাকিব-তামিমদের। ম্যাচ শেষে গ্যালারিকে এক টুকরো ঢাকা উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় ভাসান অধিনায়ক তামিম ইকবাল।
আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের জয়ের কৃতিত্ব সমর্থকদের দিয়েছেন তামিম। বলেছেন, ‘আমরা বেশ ভাগ্যবান। পৃথিবীর যেখানেই আমরা খেলি না কেন, সমর্থকদের দিয়ে আমরা আমাদের প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারি। এটা বিশাল ব্যাপার। ক্রিকেটের ব্যাপারে আমরা খুবই আবেগী। আমরা দারুণ সমর্থন পেয়েছি। তারা আমাদের দ্বাদশ খেলোয়াড় ছিল।’
দলের এই জয়ে কোচদের কেমন ভূমিকা দেখছেন, জানতে চাইলে সাংবাদিকদের তামিম বলেন, ‘আমরা মনে হয় কোচরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের কাছে যে তথ্য ছিল তা তারা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে। পাশাপাশি এটাও বলতে হবে যে, এর আগে যারা কাজ করে গেছে তাদেরও এই সফলতার পেছনে অবদান আছে। ওদের কথাও ভুলে গেলে হবে না। আর যারা কাজ করছে তাদের তো অবশ্যই আছে। এটা দলীয় প্রচেষ্টার ফল। কোচিং স্টাফরাও এর অংশ। সবাই সবার কাজটা ঠিকঠাক করেছে দেখেই অর্জন।’
আগের দিন ম্যাচ ও সিরিজ সেরা তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম। গতকালও সতীর্থ পেসারের প্রশংসায় মেতেছেন ওয়ানডে অধিনায়ক। আইপিএল না খেলে তাসকিনের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তামিম বলেন, ‘আইপিএল তাসকিনের জন্য বিশাল একটি সুযোগ ছিল। সাধারণ এই প্ল্যাটফর্মে আমাদের দেশ থেকে খুব বেশি সুযোগ পাই না। সে সিরিজ খেলছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে সিরিজের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টা ও খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আর যে দুইটা ট্রফি সে পেয়েছে, আমার মনে হয় এর চেয়ে বেশি তৃপ্তি আর কোনো কিছুতে সে পেত। ভবিষ্যতে সে আশা করি আরও সুযোগ পাবে।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৩ মিনিট আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
১ ঘণ্টা আগে