Ajker Patrika

শরীফুলের জোড়া উইকেট 

ক্রীড়া ডেস্ক
শরীফুলের জোড়া উইকেট 

কোনো উইকেট ছাড়াই নিউজিল্যান্ডের রান ছাড়াল ৪৯। ব্যাটিং বান্ধব উইকেটে কীভাবে ব্যাট করতে হয় সেটা যেন বাংলাদেশকে শেখানোর চেষ্টায় কিউই ব্যাটাররা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক দল বাংলাদেশি দর্শক তখন শুকনো মুখে দ্রুত ম্যাচের শেষ দেখার অপেক্ষায়। 

মাত্র ৩৫ ওভারে অলআউট হওয়া বাংলাদেশের ১৭২ রানের লক্ষ্য কত দ্রুত ছোঁয়া যায় সেই প্রতিযোগিতায় যেন নেমেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। ৯ ওভার শেষে রান তুললেন ৪৮। কিন্তু দশম ওভারে টানা দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে মিরপুরে ঝিমিয়ে থাকা দর্শকদের জাগিয়ে তুললেন পেসার শরীফুল ইসলাম। ধুঁকতে থাকা বাংলাদেশকে দিলেন লড়াইয়ের কিঞ্চিৎ আশা!

দশম ওভারের দ্বিতীয় বলে অ্যালেনকে কে ফিরিয়ে নিউজিল্যান্ডের উদ্বোধনী লড়াই থামান শরীফুল। দৈহিক গড়নে লম্বা অ্যালেনকে বেশ ভালোই এক শর্ট বল দেন শরীফুল। সেই বলকে পুল খেলতে গিয়ে নাসুম আহমেদকে ক্যাচ দিয়ে ২৮ রানে থামেন অ্যালেন।

শরীফুলের পরের উইকেটটি যেন এক কথায় দুর্দান্ত। অভিষিক্ত ডিন ফক্সক্রফট তাঁর বাকিটা জীবন হয়তো মনে রাখবেন শরীফুলের সেই বিষ মাখানো সুইং। মাঝ স্টাম্প বরাবর করা শরীফুলের বলে হালকা টার্ন। নড়বড়ে ফক্সক্রফট প্রতিরোধের সুযোগই পেলেন না। প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ ডানহাতি ফক্সক্রফটের।

হ্যাটট্রিকটা হয়তো পেয়েই যেতে পারতেন শরীফুল। বল হেনরি নিকোলসের ব্যাট ছুঁয়েছে কিনা তা নিয়ে বড় আবেদন তুললেন বাংলাদেশি ফিল্ডাররা তবে আম্পায়ার সাড়া দেননি। হ্যাটট্রিক হয়নি শরীফুলের।

দ্রুত দুই উইকেট হারালেও সেই ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড।। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে দুই উইকেটে ৭০ রান তুলেছে কিউইরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত