কিপটে সাকিব, জয়ে ফিরল গল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১৯: ৩১

টানা চার ম্যাচে হারের পর জয়ে ফিরল গল টাইটানস। কাসুন রাজিথার তোপ দাগানো বোলিং, লাহিরু কুমারা-সাকিব আল হাসানদের ঘূর্ণিতে ৮৯ রানেই অলআউট হয়ে যায় জাফনা কিংস। টিম সাইফার্টের ফিফটিতে ৬.৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে গল। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাফনার অধিনায়ক থিসারা পেরেরা। আগে ব্যাটিং করে গলের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া ছিল উদ্দেশ্য। তবে ব্যাটাররা সেটি করতে একদমই ব্যর্থ হয়েছেন। কিন্তু দুই ওপেনার ও মিডল অর্ডারের দুই ব্যাটারকে ফিরিয়ে জাফনার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন রাজিথা। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এ পেসার। 

জাফনার হয়ে দুনিথ ওয়েললাগে সর্বোচ্চ ২২ রান করেছেন। ওয়েললাগে ছাড়া প্রথম সাত ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৪ ওভারে ১৩ রান দিয়ে লাহিরু ২ উইকেট এবং ৪ ওভারে ১৩ রান দিয়ে সাকিব নিয়েছেন ১ উইকেট। দুটি উইকেট নেন তাবরাইজ শামসি। শেষ পর্যন্ত পেরেরার ১৩ ও মহেশ থিকসানার ১৩ রানের সৌজন্যে ২০ ওভারে ৮৯ রান করে জাফনা। 

দাপুটে বোলিংয়ের পর গলের ব্যাটিংও ছিল দুর্দান্ত। ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ জয় পায় তারা। ৪২ বলে ৫৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ রাখেন ওপেনার সাইফার্ট। কিউই ব্যাটারের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। আরেক ওপেনার ভানুকা রাজাপাক্ষের ব্যাট থেকে আসে ১৫ রান। 

পরে চ্যাড ভয়েস ১৩ ও অধিনায়ক দাসুন শানাকা ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। বোলিংয়ের কিপটে সাকিব, ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ৪ বলে ২ রান করে আউট হন এই অলরাউন্ডার। শোয়েব মালিক ও দিলশান মাদুশাঙ্কা জাফনার হয়ে একটি করে উইকেট নিয়েছেন। 

এ জয়ে জাফনার চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে গল। তিনে থাকা জাফনারও ৬ পয়েন্ট। দুই দলই কোয়ালিফায়ার রাউন্ডের দৌড়ে আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত