নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।
বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ভারতের রক্ষণদুর্গে হানা দিয়েছে বারবার। মাঠজুড়েই বিচরণ করেছেন হামজা। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শিলং থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের বুম ঘিরে ধরে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খানকে। ভারত ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমকে আমের বলেন, ‘ভারতও হামজাকে দারুণভাবে বরণ করেছে। সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা, হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি, এটা উপমহাদেশের জন্য ভালো দিক হয়েছে। এই অঞ্চলের ফুটবল অনেক উন্নত হবে।’
ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন হামজা। তবে দেশে বেশিক্ষণ থাকতে পারছেন না। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলতে তাঁকে পাড়ি জমাতে হবে বিদেশে। বাফুফে সূত্র থেকে জানা গেছে, হামজা আজ রাতে ঢাকাতেই থাকছেন। আগামীকাল সকালে ইংল্যান্ডে উড়াল দেবেন।
শুক্রবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির মুখোমুখি হবে হামজার শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রামাল লেনে শুরু হবে ম্যাচটি। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে শেফিল্ড। আর বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আতিথেয়তা দেবে সিঙ্গাপুরকে।
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।
বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ভারতের রক্ষণদুর্গে হানা দিয়েছে বারবার। মাঠজুড়েই বিচরণ করেছেন হামজা। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শিলং থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের বুম ঘিরে ধরে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খানকে। ভারত ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমকে আমের বলেন, ‘ভারতও হামজাকে দারুণভাবে বরণ করেছে। সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা, হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি, এটা উপমহাদেশের জন্য ভালো দিক হয়েছে। এই অঞ্চলের ফুটবল অনেক উন্নত হবে।’
ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন হামজা। তবে দেশে বেশিক্ষণ থাকতে পারছেন না। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলতে তাঁকে পাড়ি জমাতে হবে বিদেশে। বাফুফে সূত্র থেকে জানা গেছে, হামজা আজ রাতে ঢাকাতেই থাকছেন। আগামীকাল সকালে ইংল্যান্ডে উড়াল দেবেন।
শুক্রবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির মুখোমুখি হবে হামজার শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রামাল লেনে শুরু হবে ম্যাচটি। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে শেফিল্ড। আর বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আতিথেয়তা দেবে সিঙ্গাপুরকে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে এখন পর্যন্ত দুই দলেরই পয়েন্ট ২। তবে দিল্লি খেলেছে এক ম্যাচ আর দুই ম্যাচ খেলেছে হায়দরাবাদ। অন্যদিকে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে নামবে রাজস্থান রয়্যালস।
৪২ মিনিট আগেআইপিএলে অধিনায়কত্ব করার চাপটা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তার ওপর দলের গুরুত্বপূর্ণ সময়ে যদি রান না করতে পারেন, তাহলে মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে ভারতীয় তরুণ ক্রিকেটারের সঙ্গে লেগে গিয়েছিল পান্ডিয়ার।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো শুরু হয়েছে মুহাম্মদ আব্বাসের। জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে তাণ্ডব চালিয়ে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। সেই রেকর্ড গড়ার পর কী ঘটেছিল, সেটাই জানালেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেতিন বছরের বেশি সময় ধরে বাংলাদেশের কোচ হিসেবে আছেন হাভিয়ের কাবরেরা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে নতুন এক রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের ডাগআউটে কাবরেরা বাদে ৩০ ম্যাচ দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই আর কারও।
৩ ঘণ্টা আগে