যুক্তরাষ্ট্রের লিগে এবার সাকিব নেতা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০১: ২৯
Thumbnail image

অধিনায়কত্ব সাকিব আল হাসানের কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের  ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে। 

মার্কিন মুলুকে হতে যাওয়া সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে সাকিব যে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলে খেলছেন, সেটা জানা গিয়েছিল আগেই। দলটি গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৪ ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে নেতৃত্ব দেবেন।’ অধিনায়ক নির্বাচিত হওয়ার আগে সাকিব কথা বলেছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের ফেসবুক পেজে পাঠানো এক ভিডিওতে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেছেন, ‘হেলো ডালাস। আমি সাকিব আল হাসান। আপনাদের সঙ্গে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে ৪ থেকে ১৪ অক্টোবর দেখা হবে’।

সাকিবকে অধিনায়ক ঘোষণা করার পর লস অ্যাঞ্জেলেস ওয়েভস তাদের খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার টিম ডেভিড, পাকিস্তানের রুম্মন রইস, ইংল্যান্ডের টাইমাল মিলস, স্কটল্যান্ডের জর্জ মুনসির মতো ক্রিকেটাররা খেলবেন সাকিবের দলে। দলটির কোচ মিকি আর্থার। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় নিউইয়র্ক লায়নসের মুখোমুখি হবেন সাকিবরা। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে হবে ম্যাচটি। 

সাকিবের দলে কারা থাকছেন জানাল লস অ্যাঞ্জেলেস ওয়েভসসিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবালও দল পেয়েছেন। তাঁকে নিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব-তামিমকে একসঙ্গে আবারও দেখা যাবে বিপিএলের পর কোনো টুর্নামেন্টে। সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টের সব ম্যাচ হবে ইউটিডি স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত