সাকিবের সিপিএল মিশন শেষ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১: ৩৩
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ০৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শেষটাও ভালো হলো না সাকিব আল হাসানের। সিপিএলের শুরুটা করেছিলেন টানা দুই ‘গোল্ডেন ডাক’ দিয়ে। এরপর অবশ্য টানা দুই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। শেষের দুই ম্যাচে ব্যাটে-বলে আবারও ব্যর্থ তিনি। নিজের ব্যর্থতার দিনে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৩৭ রানে হেরেছে তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

ফাইনালে ওঠার দুটি সুযোগ পেয়েও সাকিবরা উঠতে পারেননি শিরোপার লড়াইয়ে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকার কাছে ৩৭ রানে হেরেছে গায়ানা। ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৯ রান করে গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন অলরাউন্ডার কিমো পল। সাকিব ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন ক্রিস গ্রিনের বলে। ২৫ রানে ২ উইকেট নিয়ে জ্যামাইকার সেরা বোলার ইমাদ ওয়াসিম।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে জ্যামাইকার শুরুটা বাজে হলেও ৪ উইকেটে ২২৬ রান করে। গায়ানার বিপক্ষে এত বিশাল রান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শামারা ব্রুকস। ক্যারিবিয়ান এই ব্যাটার দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। ৫২ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। শেষ দিকে ইমাদের ১৫ বলে ৪১ রানের ক্যামিও ইনিংসও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জ্যামাইকার জয়ে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও নিষ্প্রভ ছিলেন সাকিব। বিনা উইকেটে ৩ ওভারে দিয়েছেন ৩০ রান।

সব মিলিয়ে এবারের সিপিএলে সাকিবের পারফরম্যান্স ভালো নয়। ৬ ম্যাচ খেলে ৯৪ রান করেছেন তিনি। বাংলাদেশি এই অলরাউন্ডার এর মধ্যে একমাত্র ফিফটি পেয়েছেন বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে। আর ৮ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.১৭ ইকোনমিতে। সিপিএলের মিশন শেষ হওয়ায় সাকিব জাতীয় দলের মিশন শুরু করবেন নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে। 

গায়ানার বিপক্ষে ৩৭ রানের জয়ে ফাইনালে উঠেছে জ্যামাইকা। শিরোপার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ বার্বাডোজ রয়্যালস। টুর্নামেন্টের ফাইনাল হবে ১ অক্টোবর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত