Ajker Patrika

শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার ব্যাপারে কী বললেন রোহিত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২: ২১
শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার ব্যাপারে কী বললেন রোহিত

২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ১০ দলের প্রত্যেকেই তাদের দল ঘোষণা করেছে। তবে শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার সুযোগ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) রেখেছে আজ (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত। শেষ মুহূর্তে ভারতীয় দলে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন আনার প্রসঙ্গ এসেছে রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলকে নিয়ে। চোটে পড়ায় ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেননি অক্ষর। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন অশ্বিন। যেখানে অশ্বিন নেই ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে। আর দেড় বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পেয়ে বিশ্বকাপে থাকার দাবিটা যেন জোরালো করেছেন অশ্বিন। ২ ম্যাচ খেলে ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট, যার মধ্যে ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনের গুরুত্বপূর্ণ উইকেট ছিল।

অন্যদিকে অক্ষর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে না থাকলেও ছিলেন তৃতীয় ওয়ানডের দলে। ফিটনেসের ওপর নির্ভর করে তাঁকে নেওয়া হয়েছিল। তবে গতকাল রাজকোটে হওয়া তৃতীয় ওয়ানডের আগে ছিটকে যান ভারতীয় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। গতকাল তৃতীয় ওয়ানডেতে খেলেননি অশ্বিনও। আর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও রোহিতের কাছে এসেছে অক্ষর-অশ্বিনের প্রসঙ্গ। ভারতীয় অধিনায়ক বলেন, ‘যখন ১৫ জনের ব্যাপারে কথা হচ্ছে, তখন সে ব্যাপারে আমরা বেশ স্পষ্ট। আমরা মোটেই বিচলিত নই। দল হিসেবে আমরা খেলতে যাচ্ছি। এটা দলীয় খেলা এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে অবদান রাখতেই এসেছি। এভাবেই তো চ্যাম্পিয়ন হওয়া যায়। আগামী দেড় মাস প্রত্যেকের ফিট থাকা জরুরি।’

২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। ভারতের ইতিহাসে এটাই সর্বশেষ কোনো আইসিসি ইভেন্ট। এরপর ১০ বছরে আইসিসি ইভেন্টের নকআউট পর্বে ভারত হোঁচট খেয়েছে ৮ বার, যার মধ্যে চারবার হয়েছে রানার্সআপ, আর চারবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই। তবে গত তিন বিশ্বকাপ দেখে ভারত চাইলে আশাবাদী হতেই পারে। ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তিনটা দলই স্বাগতিক দল হিসেবে ফাইনাল খেলেছে। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত