ক্রীড়া ডেস্ক
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে পাঁচ মৌসুম খেলার পর এবার চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসে যোগ দিয়েছিলেন কেন উইলিয়ামসন। নতুন দলের হয়ে ভালো কিছু করার তাগাদা নিশ্চয়ই ছিল। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চোট পেয়ে এবারের আইপিএল শেষ হয়েছে উইলিয়ামসনের। না খেলার আক্ষেপ থাকলেও বিষয়টা এখানেই শেষ হলে ভালোই হতো। কিন্তু এখন আরও বড় শঙ্কা জেগেছে।
হাঁটুর চোট সাড়াতে নাকি উইলিয়ামসনকে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে হবে। অস্ত্রোপচার করার অর্থ হচ্ছে নিশ্চিতভাবেই কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকা। শোনা যাচ্ছে, অস্ত্রোপচার করার পর কমপক্ষে পাঁচ-ছয় মাস লাগবে সুস্থ হতে।
এতে করে শঙ্কায় পড়ে গেছে উইলিয়ামসনের ওয়ানডে বিশ্বকাপে খেলা। বিশ্বকাপ যে এ বছরের অক্টোবরে শুরু হবে ভারতে। ফলে এই সময়ের মধ্যে সুস্থ হতে বেশ কাঠখড় পোড়াতে হবে তাঁকে। আর ফিরে এলেও নিজের ফর্মটা ধরে দেখানোর একটা বিষয় থাকবে।
সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডসহ নিজেও বেশ চিন্তিত উইলিয়ামসন। মনে চিন্তা থাকলেও টুর্নামেন্টের আগে সুস্থ হওয়ার বিষয়টি জানিয়েছেন কিউই ব্যাটার। তিনি বলেছেন, ‘স্বাভাবিকভাবেই এমন চোট হতাশার। কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার ও পুনর্বাসন শুরুর দিকে। এতে কিছুটা সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে যা যা করার উচিত তার সবকিছুই করব আমি।’
শেষ পর্যন্ত যদি উইলিয়ামসনকে না পায়, তাহলে বড় ক্ষতিই হবে কিউইদের। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। এ ছাড়া ওয়ানডের দুর্দান্ত একজন ব্যাটার সাবেক টেস্ট অধিনায়ক। ৫০ ওভারের ক্রিকেটে ১৬১ ম্যাচে ৪৭.৮৩ গড়ে ৬৫৫৪ রান করেছেন তিনি। তবে আশা ছাড়ছেন না কিউইদের কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘আমরা হাল ছাড়ছি না। সে সঠিক সময়েই ফিরবে। তবে এ সময় একটু হতভাগ্য মনে হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ কেনের সঙ্গে থাকা। কঠিন সময় পার করছে সে। এটা শুধু চোট নয়, বেশ আঘাতও করছে।’
গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। কিউই ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আগামী তিন সপ্তাহের মধ্যে উইলিয়ামসনের অস্ত্রোপচার করবে।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে পাঁচ মৌসুম খেলার পর এবার চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসে যোগ দিয়েছিলেন কেন উইলিয়ামসন। নতুন দলের হয়ে ভালো কিছু করার তাগাদা নিশ্চয়ই ছিল। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চোট পেয়ে এবারের আইপিএল শেষ হয়েছে উইলিয়ামসনের। না খেলার আক্ষেপ থাকলেও বিষয়টা এখানেই শেষ হলে ভালোই হতো। কিন্তু এখন আরও বড় শঙ্কা জেগেছে।
হাঁটুর চোট সাড়াতে নাকি উইলিয়ামসনকে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে হবে। অস্ত্রোপচার করার অর্থ হচ্ছে নিশ্চিতভাবেই কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকা। শোনা যাচ্ছে, অস্ত্রোপচার করার পর কমপক্ষে পাঁচ-ছয় মাস লাগবে সুস্থ হতে।
এতে করে শঙ্কায় পড়ে গেছে উইলিয়ামসনের ওয়ানডে বিশ্বকাপে খেলা। বিশ্বকাপ যে এ বছরের অক্টোবরে শুরু হবে ভারতে। ফলে এই সময়ের মধ্যে সুস্থ হতে বেশ কাঠখড় পোড়াতে হবে তাঁকে। আর ফিরে এলেও নিজের ফর্মটা ধরে দেখানোর একটা বিষয় থাকবে।
সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডসহ নিজেও বেশ চিন্তিত উইলিয়ামসন। মনে চিন্তা থাকলেও টুর্নামেন্টের আগে সুস্থ হওয়ার বিষয়টি জানিয়েছেন কিউই ব্যাটার। তিনি বলেছেন, ‘স্বাভাবিকভাবেই এমন চোট হতাশার। কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার ও পুনর্বাসন শুরুর দিকে। এতে কিছুটা সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে যা যা করার উচিত তার সবকিছুই করব আমি।’
শেষ পর্যন্ত যদি উইলিয়ামসনকে না পায়, তাহলে বড় ক্ষতিই হবে কিউইদের। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। এ ছাড়া ওয়ানডের দুর্দান্ত একজন ব্যাটার সাবেক টেস্ট অধিনায়ক। ৫০ ওভারের ক্রিকেটে ১৬১ ম্যাচে ৪৭.৮৩ গড়ে ৬৫৫৪ রান করেছেন তিনি। তবে আশা ছাড়ছেন না কিউইদের কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘আমরা হাল ছাড়ছি না। সে সঠিক সময়েই ফিরবে। তবে এ সময় একটু হতভাগ্য মনে হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ কেনের সঙ্গে থাকা। কঠিন সময় পার করছে সে। এটা শুধু চোট নয়, বেশ আঘাতও করছে।’
গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। কিউই ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আগামী তিন সপ্তাহের মধ্যে উইলিয়ামসনের অস্ত্রোপচার করবে।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে